নিউজ ডেস্ক ::বাংলাদেশের আন্দোলন আবার নতুন অভিমুখ পেয়েছে। এবার আর কোটা বিরোধী আন্দোলন নয়, এবার আলাদা বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলন। সোমবার স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে ঢাকা শহরে জমায়েত, মিছিল ও মানববন্ধন করেন সাতটি কলেজের ছাত্রছাত্রীরা। যার ফলে কাজের দিনে চরম ভোগান্তির স্বীকার হতে হয় নিত্যযাত্রী ও পথচলতি মানষজনকে। গত জুলাই, অগাস্টের তীব্র আন্দোলন ও তার জেরে হওয়া সরকারি পালাবদলের রেশ কাটতে না কাটতেই আবারও ছাত্র বিক্ষোভে উত্তাল বাংলাদেশের রাজধানী ঢাকা। ঢাকার ছাত্র সমাজ চিরকাল আন্দোলনমুখী। আবার তারা তা প্রমাণ করলো।
সোমবার স্থানীয় সময় সকাল ১১টা থেকে এই বিক্ষোভ কর্মসূচি শুরু করেন সাতটি কলেজের পড়ুয়ারা। শেষ পাওয়া খবর অনুসারে, স্থানীয় বিকেল সাড়ে তিনটের সময়েও সেই বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি ওঠেনি। বিক্ষোভকারীরা রাজধানী ঢাকার নীলক্ষেত ও সায়েন্স ল্যাব মোড় অবরোধ করে রেখেছেন। ফলে সেখানে যান চলাচল একেবারে স্তব্ধ হয়ে গিয়েছে। যার রেশ গড়িয়েছে শহরের অন্যান্য অংশেও। বিক্ষোভকারীদের বক্তব্য, ২০১৭ সালে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে রাজধানী শহরের সাতটি সরকারি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত করা হয়। কিন্তু, ‘অপিকল্পিত’ সেই সিদ্ধান্তে কোনও লাভ হয়নি। বরং এতে সমস্যা ও জটিলতা অনেক বেড়েছে। এই ৭টি কলেজকে নিয়ে আলাদা বিশ্ববিদ্যালয়ের দাবিতে সোচ্চার তারা। তাদের দাবি সনদে স্পষ্ট করেই সেই ৭টি কলেজের নাম উল্লেখ করা হয়েছে। সেই ৭টি কলেজ হলো –
ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।