নিউজ ডেস্ক ::দানার প্রাথমিক আক্রমণ শেষ হয়েছে। এবার বিভিন্ন জায়গা থেকে ক্ষয়-ক্ষতির হিসাব আসছে। এর মধ্যেই আলিপুর আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে, বাংলা ওড়িশার উপকূলে ব্যাপক ঝোড়ো হাওয়া ও বৃষ্টির জেরে বড়সড় ক্ষয়ক্ষতির আশঙ্কা। ইতিমধ্যেই জলে ভাসছে একাধিক এলাকা। লাগাতার বৃষ্টির সঙ্গে এলোপাথাড়ি হাওয়া চালাচ্ছে তাণ্ডব। আলিপুর আবহাওয়া দফতরের সর্বশেষ রিপোর্ট বলছে, ঘূর্ণিঝড় ‘দানা’র ল্যান্ডফল শুরু হয়েছিল বৃহস্পতিবার রাত ১১:৩০টা নাগাদ। হাভালিখাটি নেচার ক্যাম্পের কাছে হয়েছে ল্যাণ্ডফল। আজ, শুক্রবার সকাল সাড়ে আটটা নাগাদ সম্পন্ন হয় এই ল্যাণ্ডফল প্রক্রিয়া। তারা প্রভাবেই বৃষ্টি চলবে আজ বিকেল পর্যন্ত।
এর জেরে পশ্চিমবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি অব্যাহত থাকবে দিনভর। কিছু জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টি চলবে।পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগণায় স্টর্ম সার্জ বা জলোচ্ছ্বাস সতর্কতা থাকছে। সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলি বিকাল চারটে পর্যন্ত উত্তাল থাকবে। মৎস্যজীবীদের জন্য জারি রয়েছে সতর্কবার্তা।ঘূর্ণিঝড় ‘দানা’র লেজের ঝাপটায় ভালমতোই আজ, শুক্রবার বৃষ্টির পূর্বাভাস আবহাওয়াবিদদের। ইতিমধ্যেই তীব্র ঘূর্ণিঝড়ের বেশিরভাগ অংশ স্থলভাগে প্রবেশ করেছে।সকাল ৭টার মধ্যে বাকি অংশ ঢুকে যায় স্থলভাগে। এরপর দিক পরিবর্তন করে পশ্চিমবঙ্গ উত্তর-পশ্চিম দিকে এগিয়ে ক্রমশক্তি ক্ষয় হবে বিকেলের মধ্যে।