নিউজ ডেস্ক ::রাত ১২টা নাগাদ দানা মূল ভূখন্ড স্পর্শ করার বেশ কিছু সময় আগে থেকেই কলকাতায় বৃষ্টি শুরু হয়। শুক্রবার দিনভর দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। সাইক্লোন দানা ল্যান্ডফল প্রক্রিয়া চলেছে রাতভর। তারই প্রভাবে শুক্রবার ভোর থেকেই শুরু হয়েছে প্রবল বৃষ্টি। সাগরদ্বীপ তথা দক্ষিণ ২৪ পরগনা জেলা জুড়ে ব্যাপক বৃষ্টি হয়েছে রাত থেকেই। বেলা বাড়লেও শহর কলকাতার আকাশে আলোর দেখা নেই। বৃষ্টি হয়ে চলেছে অঝোরে। একাধিক জেলায় জারি করা হয়েছে রেড অ্যালার্ট। এই বৃষ্টি জারি থাকবে আগামী ২/৩ দিন।
শুক্রবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে প্রবল বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়ার কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণের বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার দুই মেদিনীপুর, ঝাড়গ্রামের কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে।
শুক্রবার সকালের প্রেস রিলিজে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে ইতিমধ্যে কোথায় কত বৃষ্টি হয়েছে –
- ডায়মন্ড হারবারে ৭৪ মিলিমিটার বৃষ্টি।
- হলদিয়ায় ৭০ মিলিমিটার বৃষ্টি।
কলকাতার বিভিন্ন জায়গায় প্রবল বৃষ্টি –
- যোধপুর পার্ক- ৪১ মিলিমিটার
- বালিগঞ্জ- ৪২ মিলিমিটার
- তোপসিয়া- ৪০ মিলিমিটার
- ঠনঠনিয়া- ২৪ মিলিমিটার
- উল্টোডাঙা- ১৭ মিলিমিটার
- তারাতলা- ৩২ মিলিমিটার
- বেহালা- ২৬.৭০ মিলিমিটার
- কালীঘাট- ৪১ মিলিমিটার হাওয়া অফিস সূত্রে খবর, শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।