বাংলার পুলিশ আর কত কলঙ্কিত হবে?

নিউজ ডেস্ক ::বাংলার পুলিশের বিরুদ্ধে একের পর এক অভিযোগ। আবার আসলো সামনে এক ভয়ঙ্কর অভিযোগ। এবার এক মহিলা পুলিশ অফিসার এক মহিলাকে জড়িয়ে ধরে চুমু খাওয়ার অভিযোগ। মত্ত অবস্থায় জুয়ার ঠেকে হানা দিয়ে এক মহিলার সঙ্গে অশালীন আচরণ করার অভিযোগ এক মহিলা পুলিশ আধিকারিকের বিরুদ্ধে। এই দাবি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য। তাঁর পোস্ট করা ভিডিয়োয় দেখা যাচ্ছে, শিলিগুড়ি পুলিশের এএসআই তানিয়া রায় এক মহিলাকে চুম্বন করছেন। এই ভিডিয়ো প্রকাশ করে শমীকবাবু লিখেছেন, ‘পশ্চিমবঙ্গের প্রশাসন দারুণ চলছে।’ সত্যিই এ এক নৈরাজ্যের বাসিন্দা হয়ে উঠেছি আমরা।

মহিলা নিরাপত্তার জন্য গঠিত শিলিগুড়ি পিঙ্ক ভ্যানের সামনে দাঁড়িয়ে কয়েকজন মহিলার সঙ্গে বচসা করছেন এএসআই তানিয়া রায়। ভিডিয়োতে স্থানীয়রা তাঁকে মত্ত বলে উল্লেখ করছেন। এরই মধ্যে হঠাৎ এক মহিলার গালে চুমু খেতে দেখা যাচ্ছে তানিয়া রায়কে। শমীকবাবু লিখেছেন, ‘পশ্চিমবঙ্গ পুলিশের অবস্থা দেখে মানুষ কেঁপে উঠবে। শিলিগুড়ি মেট্রোপলিটান পুলিশের পিংক ভ্যান বাহিনী এএসআই তানিয়া রায় মদ্যপ অবস্থায় বুধবার একটি জুয়ার ঠেকে হানা দেন। সেখানেই এক মহিলাকে অসংলগ্ন অবস্থায় জড়িয়ে ধরেন যা ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে। বহুবার ওনার বিরুদ্ধে মদ্যপ অবস্থায় কাজে আসার অভিযোগও উঠেছে। পশ্চিমবঙ্গের প্রশাসন দারুন চলছে। ’ সত্যিই লজ্জা রাখার জায়গা আমাদের নেই। আমরা বড়োই অসহায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *