সকালের দিকে দিঘায় মেঘলা আকাশ – হাল্কা থেকে মাঝারি বৃষ্টি

নিউজ ডেস্ক ::বেশ কয়েকদিন ধরেই বাংলা ও ওড়িশার উপকূলের মানুষ ভয়ে শঙ্কিত ছিলেন ‘দানা’ নিয়ে। শেষ পর্যন্ত বৃহস্পতিবার রাত ১২টা নাগাদ তা ওড়িশার ভূভাগে আঘাত হানে। তারই প্রভাবে বাংলায় ব্যাপক বৃষ্টি শুরু হয় শুক্রবার ভোর রাত থেকে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ছিল, বাংলায় অন্যান্য জেলার থেকে পূর্ব মেদিনীপুরের দিঘা,মন্দারমণি, শঙ্করপুর, তাজপুরে এই সাইক্লোনের প্রভাব অপেক্ষাকৃত বেশি পড়তে পারে। সে ভাবেই প্রশাসনের তরফে নেওয়া হয়েছিল প্রস্তুতিও। হলোও তাই। বৃহস্পতিবার রাত থেকেই ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী জেলাগুলিতে। সঙ্গে ঝোড়ো হাওয়া। সমুদ্র অনেকটাই উত্তাল।

তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অনেকটাই ‘দানা’র প্রভাব কমতে শুরু করেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়ার পরিবর্তন লক্ষ করা যায়। হাওয়ার গতি কমেছে। তবে অবিরাম বৃষ্টি হয়ে চলেছে। সমুদ্রের ধারে কাছেও যাওয়ার উপর নিষেধাজ্ঞা রয়েছে। সৈকতে নজরদারিতে রয়েছে পুলিশ, সিভিল ডিফেন্স এবং নুলিয়ারা। এ দিন জেলাশাসক পূর্ণেন্দু মাজি জানিয়েছেন, ‘দানা’-র জন্য জেলায় কোনও গুরুতর সমস্যা হয়নি। তবে জেলাজুড়ে কম-বেশি ঘর-বাড়ি, ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। ঝোড়ো হাওয়ার কারণে প্রায় ২৫০ থেকে ৩০০ কাঁচা বাড়ি ভেঙে পড়েছে। একাধিক ইলেকট্রিক পোস্ট ভেঙেছে। কোথাও কোথাও কিছু গাছও ভেঙে পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *