নিউজ ডেস্ক ::’দানা’ প্রভাব কাটিয়ে সকালে দুই বঙ্গে বেশ ঝকঝকে রোদ দেখা দিয়েছে। কিন্তু কলকাতা সহ বিভিন্ন জায়গায় এখনো প্রচুর জল জমে আছে। বাতাসে বইছে হেমন্তের মৃদু শীতলতা।
শনিবার সকালে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস প্রকাশিত হয়। তাতে জানা যাচ্ছে, দানার প্রভাবে এখন দু’এক দিন দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে। আজ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। শুক্রবার ঝাড়গ্রাম ও দুই মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে। সতর্কতা জারি রয়েছে। এছাড়াও দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। তবে কোথাও কোনো সতর্কতা নেই। রবিবারও একই রকম থাকবে পরিস্থিতি। আবহাওয়া দপ্তর জানাচ্ছে ৩১ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের (South Bengal Weather) কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। অর্থাৎ কালীপুজোতেও পিছু ছাড়বে না বৃষ্টি। আজ কলকাতা ও সংলগ্ন এলাকার আকাশ মেঘলা থাকার সম্ভাবনা। শহরে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে ভারী বৃষ্টি হবে না। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
অন্যদিকে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা। তবে সব জেলায় বৃষ্টি হবে না। কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আজ উত্তরবঙ্গের পাঁচটি জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। হালকা থেকে মাঝারি ভিজবে। ওদিকে দুই দিনাজপুর এবং মালদাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস। এরপর রবিবারও একই রকম থাকবে আবহাওয়া। সোমবার উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।