নিউজ ডেস্ক ::নিয়োগ দুর্নীতি মামলায় এই
প্রসন্ন রায় নিতান্তই একজন মিডল ম্যান। এখন পর্যন্ত তার শতধিক কোটি টাকার বেশি সম্পত্তির হদিস পেয়েছে ইডি। একটা প্রচলিত প্রবাদ – ‘শোকসেই এতো, না জানি মূল দোকানে কত!’ এটাও তাই। ১৬৩ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বিপুল এই সম্পত্তির সবটাই ‘মিডলম্যান’ প্রসন্ন রায়ের। এই বিষয়ে বিস্তারিত জানিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে একটি পোস্ট করেছে। ইডির তথ্য অনুযায়ী, নিয়োগ দুর্নীতির (SSC Recruitment Scam) ‘মিডলম্যান’ প্রসন্ন রায়ের নামে তো বটেই, তাঁর স্ত্রী’য়ের নামেও বিপুল সম্পত্তি ছিল। এমনকি একাধিক রিসোর্ট এবং হোটেলও ছিল। সমস্ত কিছুই বাজেয়াপ্ত করা হয়েছে। যার মোট সম্পত্তির মূল্য ১৬৩ কোটি ২০ লক্ষ টাকা বলে সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বিপুল এই সম্পত্তির মালিক প্রসন্ন রায় এবং তাঁর স্ত্রী থাকলেও আরও একটি সংস্থার যোগ পাওয়া গিয়েছে।�
দীর্ঘ প্রায় কয়েক বছর ধরে এই সংক্রান্ত মামলার তদন্ত চলছে। এখনও পর্যন্ত কয়েক দফায় বিপুল সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। গ্রুপ-সি, গ্রুপ-ডি মামলাতেই তা করা হয়েছে। আর সেই মোট অর্থ এবং সম্পত্তির মূল্য বেড়ে ৫৪৪ কোটি ৮০ লক্ষ টাকা বলে সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে ইডি। যা বড় সাফল্য হিসাবেই দেখা হচ্ছে। বিপুল আর্থিক দুর্নীতির বিষয়টি খতিয়ে দেখছে ইডি। আর এই তদন্ত নেমেই ‘মিডলম্যান’ হিসাবে প্রসন্ন রায়ের খোঁজ পান আধিকারিকরা। দীর্ঘ জেরার পর সিবিআই’য়ের হাতে গ্রেফতার হন প্রসন্ন। অন্যদিকে ইডির তরফেও বিষয়টি খোঁজ নেন। তদন্তকারীরা প্রসন্নের বিপুল সম্পত্তির খোঁজ পান। যা একেবারে চমকে দেওয়ার মতো।