অর্জুনকে নিয়ে উচ্ছ্বসিত মোদী

নিউজ ডেস্ক ::ভারতীয় গ্র্যান্ডমাস্টার অর্জুন এরিগাইসি (Arjun Erigaisi) অভিনন্দন ও শুভকামনার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশ্ব দাবায় ভারতকে গৌরবান্বিত করার জন্য।

বিশ্বনাথন আনন্দের পর এই প্রথম কোনও ভারতীয় দাবাড়ু ২৮০০ এলো রেটিংয়ের মাইলফলক স্পর্শ করলেন। আনন্দের সেই অর্জুন স্পর্শ করলেন সর্বকনিষ্ঠ ভারতীয় হিসেবে অনন্য নজির গড়ে।

ইউরোপিয়ান চেস ক্লাব কাপে টিম আলকালয়েডের হয়ে খেলতে নেমে এই কীর্তি গত বৃহস্পতিবার গড়েছেন অর্জুন। রাশিয়ার দিমিত্রি আন্দ্রেইকিনকে হারিয়ে। পঞ্চম রাউন্ডে অর্জুন খেলছিলেন সাদা ঘুঁটি নিয়ে। বিশ্বের ষোড়শ দাবাড়ু হিসেবে ২৮০০ এলো রেটিং পার করলেন।

এই পারফরম্য়ান্সের সৌজন্যে বিশ্বের তৃতীয় সর্বকনিষ্ঠ হিসেবে এলো রেটিংয়ের ২৮০০ পয়েন্ট ছুঁলেন ২১ বছরের অর্জুন। ফ্রান্সের আলিরেজা ফিরৌজার দখলে রয়েছে সবচেয়ে কম বয়সে এই কীর্তি গড়ার নজির, ১৮ বছর ৫ মাসে তিনি ২৮০০ এলো রেটিংয়ে পৌঁছন। দ্বিতীয় স্থানে রয়েছেন ম্যাগনাস কার্লসেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডলে আজ লেখেন, লাইভ চেস রেটিংয়ে ২৮০০-র মাইলফলক ছোঁয়ায় অর্জুন এরিগাইসিকে অভিনন্দন। এটা অসাধারণ কীর্তি। তাঁর ব্যতিক্রমী প্রতিভা ও অধ্যবসায় গোটা দেশকে গর্বিত করেছে। এটি যেমন তাঁর ব্যক্তিগত মাইলস্টোন, তেমনই তা ছোটদের দাবা খেলায় আকৃষ্ট করবে, বিশ্ব মঞ্চে দাবাড়ু হিসেবে উজ্জ্বল হতে উৎসাহিত করবে। অর্জুনকে আগামীর জন্য শুভেচ্ছা।

ভারতকে চেস অলিম্পিয়াডে সাফল্য এনে দিতেও অবদান রেখেছিলেন অর্জুন। তৃতীয় বোর্ডে তিনি ১১টি রাউন্ডের ৯টিতেই জিতেছিলেন, ২টি ড্র হয়েছিল। যার ফলে ভারতের সোনা জয়ের পথ সুগম হয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *