নিউজ ডেস্ক ::১ নভেম্বর থেকে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত-নিউজিল্যান্ড তৃতীয় টেস্ট। ইতিমধ্যেই টানা ২টি টেস্ট জিতে সিরিজের দখল নিয়েছে নিউজিল্যান্ড।
পুণে টেস্ট তৃতীয় দিনেই শেষ হয়ে গিয়েছে। ফলে ভারতীয় দলের ক্রিকেটাররা দু-দিনের ছুটি পেয়েছেন। যদিও ম্যাচের আগের দু-দিনের প্র্যাকটিসে থাকা বাধ্যতামূলক করা হয়েছে।
পুণে টেস্ট শেষ হতেই পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাতে মুম্বই ফিরে গিয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলি, লোকেশ রাহুল। একটি সর্বভারতীয় দৈনিকের প্রতিবেদন অনুযায়ী, ভারতীয় দলের বাকি ক্রিকেটাররা আজ পৌঁছবেন মুম্বইয়ে।
মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টেস্টে সর্বাধিক রানের নজির রয়েছে সুনীল গাভাসকরের। ১১ ম্যাচে ১১২২, পাঁচটি শতরান ও তিনটি হাফ সেঞ্চুরি-সহ। সচিন তেন্ডুলকর ১১ টেস্টে ৯২১, দিলীপ বেঙ্গসরকার ১০ টেস্টে ৬৩১, রাহুল দ্রাবিড় ৭ টেস্টে ৬১৯ ও সৈয়দ কিরমানি ৯ ম্যাচে ৪৭৭ রান করে রয়েছেন প্রথম পাঁচে।
বিরাট কোহলি এই স্টেডিয়ামে ৫টি টেস্ট খেলে ৪৬৯ রান করেছেন। ফলে আর ৯ রান করলেই এই স্টেডিয়ামে সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় কিরমানিকে পিছনে ফেলে পঞ্চম স্থানটি দখলে নিতে পারবেন বিরাট কোহলি। এখানে তাঁর ১টি শতরান রয়েছে, তিনটি অর্ধশতরান, শূন্যে আউট ১ বার।
৫ টেস্টের ৮ ইনিংসে কোহলির এই স্টেডিয়ামে টেস্টে ব্যাটিং গড় ৫৮.৬২। ২০১৬ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়াংখেড়ে টেস্টে কোহলি ২৫টি চার ও ১টি ছয়ের সাহায্যে ৩৪০ বলে ২৩৫ করেছিলেন। সেটি তাঁর টেস্ট কেরিয়ারের তৃতীয় ব্যক্তিগত সর্বাধিক, ওয়াংখেড়েতে ব্যক্তিগত সর্বাধিক স্কোর।
গাভাসকরের পাঁচটি শতরানের পর ওয়াংখেড়েতে ২টি করে শতরান রয়েছে বেঙ্গসরকার, কিরমানি ও চেতেশ্বর পূজারার। আর একটি শতরান পেলেই তাঁদের কীর্তি স্পর্শ করে ফেলবেন বিরাট কোহলি। চলতি টেস্ট সিরিজে তাঁর রান যথাক্রমে ০, ৭০, ১ ও ১৭। অস্ট্রেলিয়া যাওয়ার আগে ছন্দে ফিরতে মরিয়া কোহলি।
রবিচন্দ্রন অশ্বিন ওয়াংখেড়েতে ৫ টেস্টে ২২৬ রান করেছেন। আর পাঁচ রান করলেই এই স্টেডিয়ামে টেস্টে সর্বাধিক ব্যাটারদের তালিকায় পিছনে ফেলে দেবেন সৌরভ গঙ্গোপাধ্যায়কে (৪ টেস্টে ২৩০)। শুধু তাই নয় কেভিন পিটারসেন (২৩২), মোহিন্দর অমরনাথ (২৩৩), মাইক গ্যাটিং (২৩৫), ব্রিজেশ প্যাটেল (২৫০)-দেরও পিছনে ফেলে দিতে পারেন অশ্বিন।
ওয়াংখেড়ে টেস্টে ক্লাইভ লয়েড ৩৫৫, গুন্ডাপ্পা বিশ্বনাথ ৩৪৯, পূজারা ৩৪৮, আলভিন কালীচরণ ৩১৯, বীরেন্দ্র শেহওয়াগ ৩০২, কৃষ্ণমাচারি শ্রীকান্ত ২৬৭, বিনোদ কাম্বলি ২৬৪, অংশুমান গায়কোয়াড় ২৬৪ ও ডোয়েন ব্র্য়াভোর ২৫৪ রান রয়েছে। দুই ইনিংসে ব্যাট করে তাঁদের পিছনে ফেলাও অসম্ভব নয় অশ্বিনের।
ওয়াংখেড়ে টেস্টে অশ্বিনেরও একটি শতরান রয়েছে। আরেকটি শতরান তাঁকেও বিরাট কোহলির মতো জায়গা করে দিতে পারে এই স্টেডিয়ামে ২টি শতরান থাকা ব্যাটারদের পাশে। রোহিত শর্মা এই টেস্টে একটিই টেস্ট খেলেছেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২০১৩ সালে অপরাজিত ছিলেন ১১১ রানে।
১১ বছর পর নিজের শহরে টেস্ট খেলতে নামছেন রোহিত। প্রথমবার ভারত অধিনায়ক হিসেবে। তিনিও চাইবেন এই স্টেডিয়ামে দ্বিতীয় শতরানটি পেতে। ওয়াংখেড়ে টেস্টে সবচেয়ে বেশি উইকেট দখলের রেকর্ড যুগ্মভাবে রয়েছে অশ্বিন ও অনিল কুম্বলের। কুম্বলে সাতটি ও অশ্বিন ৫টি টেস্টে ৩৮টি করে উইকেট নিয়েছেন। ফলে আর একটি উইকেট পেলেই অশ্বিন কুম্বলেকে টপকে এককভাবে এই ঈর্ষণীয় রেকর্ডের দখল নেবেন।