ডানকুনি-বারাসত সহ একাধিক লাইনে স্পেশাল লোকাল চালাবে রেল

নিউজ ডেস্ক ::সামনেই কালীপুজো (Kali Puja 2024) এবং দীপাবলি (Diwali)। আলোর উৎসবে মাতবে দেশ। মাতবে বাংলাও। কালীপুজোর রাতে বাংলার শক্তিপীঠে বিপুল ভক্ত সমাগম ঘটে। বিশেষ করে দক্ষিণেশ্বর, কালীঘাট সহ কালীক্ষেত্রগুলি পুজোর দিন একেবারে সকাল থেকে ভিড় থাকে। শুধু তাই নয়, বারাসত সহ কলকাতাতেও বড় পুজোগুলি দেখতেও মানুষ বের হন।

বিপুল এই ভিড়ের কথা ভেবে কালীপুজোর দিন অর্থাৎ আগামী ৩১ অক্টোবর স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেলওয়ে। স্পেশাল ট্রেন (Sealdah Division Special Train) চলবে পরের দিন অর্থাৎ ১ নভেম্বরও। এমন পূর্ব রেলওয়ের তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

রেলের তরফে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, শিয়ালদহ ডিভিশনে স্পেশাল এই ট্রেন চালানো হবে। আগামী ৩১ অক্টোবর অর্থাৎ বৃহস্পতিবার এবং ১লা নভেম্বর সব মিলিয়ে ৮টি ইএমইউ স্পেশাল ট্রেন চালানো হবে বলে রেলের তরফে জানানো হয়েছে। যার মধ্যে শিয়ালদহ ডানকুনি এবং রানাঘাট বেশ কয়েকটি স্পেশাল ট্রেন রয়েছে। পূর্ব রেলের তরফে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, সমস্ত স্টেশনেই স্পেশাল এই ট্রেনগুলিকে চালানো হবে। এমনকি রাত পর্যন্ত চলবে বলেও জানানো হয়েছে।

রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৩১ তারিখ এক জোড়া শিয়ালদহ-ডানকুনি-শিয়ালদহ স্পেশাল চালানো হবে। যেটি রাত সাড়ে ১১ টায় শিয়ালদহ থেকে ছাড়বে। ডানকুনি পৌঁছবে রাত ১২:১৫ মিনিটে। একই ভাবে ডানকুনি থেকে রাত ১২ টা বেজে ২৫ মিনিটে এই ট্রেন ছাড়বে এবং রাত ১টা বেজে পাঁচ মিনিটে সেটি শিয়ালদহ পৌঁছে যাবে।

অন্যদিকে শিয়ালদহ বারাসতের জন্যেও স্পেশাল একটি ট্রেন চালানো হবে। যেটি রাত ১২ টা বেজে ১০ মিনিটে শিয়ালদহ থেকে ছাড়বে। এবং রাত ১২ টা বেজে ৫৫ মিনিটে বারাসতে পৌঁছে দেবে। একই ভাবে স্পেশাল ট্রেনটি বারসাত থেকে রাত ১:১০ মিনিটে শিয়ালদহের জন্য ছাড়বে। এবং ১টা বেজে ৫৫ মিনিটে শিয়ালদহে পৌঁছবে বলে পূর্ব রেলের তরফে জানা গিয়েছে।

অন্যদিকে শিয়ালদহ-রানাঘাট-শিয়ালদহ এক জোড়া স্পেশাল চালানো হবে। যেটি রাত ১২ টা বেজে ৪০ মিনিটে শিয়ালদহ থেকে ছাড়বে। এবং রানাঘাট পৌঁছবে রাত আড়াইটে নাগাদ। অন্যদিকে রাত ১১ টা ৪৫ মিনিটে রানাঘাট থেকে শিয়ালদহের জন্য একটি লোকাল ছাড়বে। যেটি রাত ১ টা ৪০ মিনিটে শিয়ালদহ পৌঁছবে বলে জানানো হয়েছে।

রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, শিয়ালদহ-বারুইপুর-শিয়ালদহ ইএমইউ স্পেশাল চালাবে পূর্ব রেল। যেটি ১২টা ৩০ মিনিটে শিয়ালদহ থেকে ছাড়বে এবং ১:১৫ মিনিটে বারুইপুর পৌঁছবে। একই ভাবে বারুইপুর থেকে রাত ১:২৫ মিনিটে শিয়ালদহের জন্য ছাড়বে আরেকটি ট্রেন। যেটি ২ টো ১০ মিনিটে শিয়ালদহ পৌঁছবে বলে জানানো হয়েছে।

এছাড়াও, শিয়ালদহ বিভাগ ৩১.১০.২০২৪ তারিখে সপ্তাহের অন্যান্য দিনের পরিষেবা চালানোর পরিকল্পনা করেছে, যা সমস্ত স্টেশনে, এমনকি হল্ট এবং ফ্ল্যাগ স্টেশনেও থামবে বলে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *