নিউজ ডেস্ক ::ইদানিং বার বার করে কলকাতা শহরের নানা জায়গায় আগুন লাগছে। এমনিতেই দিওয়ালি সামনে। আর সেই সময় প্রিন্স আনোয়ার শা রোডে এক বাড়িতে আগুন। পুলিশ সূত্রে জানা গেছে, একটি ফুড ডেলিভারি সংস্থার সঙ্গে যুক্ত কর্মীর বাড়িতে আগুন লাগে। তাঁর মা যখন রান্না করছিলেন সেই সময়ই গ্যাস সিলিন্ডার ফেটে যায়। অগ্নিদগ্ধ হন ওই যুবক। তার নাম রানা নস্কর। তাঁকে বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে ঠিক কোন কারণে সিলিন্ডার ফাটল তা তদন্ত করে দেখছে পুলিশ। দমকলের ৫টি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ শুরু করে। তবে এলাকাবাসীর অভিযোগ দমকল এবং পুলিশের বিরুদ্ধে। তাঁদের দাবি, দমকলবাহিনী দেরি করে এসেছে তাই আগুন আরও বেশি ছড়িয়ে পড়ার সম্ভাবনা ছিল। তবে দমকল ও পুলিশ সেই অভিযোগ মানতে চান নি।
ইদানিং বার বার করেই কলকাতায় আগুনের ঘটনা ঘটছে। সম্প্রতি বেলেঘাটা, ইএস আই হসপিটাল, তার আগে পোস্তায় আগুন লেগেছিল। কয়েক মাস আগে কসবার অ্যাক্রোপলিস মল ও গার্স্টিন প্লেসেও আগুন লাগে। বারবার এই ধরনের ঘটনা কেন ঘটছে তা নিয়ে প্রশ্নের মুখে পড়েছে শহরের নিরাপত্তা ব্যবস্থা। শেষ পাওয়া খবরে এখন আগুন নিয়ন্ত্রনে। রানার শরীরের বেশ কিছু অংশ পুড়ে যায়। তার চিকিৎসা চলছে।