সিপিআইএম দলের পঞ্চায়েত, আদিবাসী অধ্যুষিত এলাকায় আবাস যোজনায় কোপ

নিউজ ডেস্ক ::আদিবাসী অধ্যুষিত এলাকায় আবাস যোজনার ঘরের সার্ভে হয়নি সঠিক ভাবে, বিডিওকে স্বারকলিপি প্রদান সিপিআইএম পঞ্চায়েত সদস্যা রুবিনা মুন্ডার।

সোমবার জলপাইগুড়ি সদর ব্লকের অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের করলা ভ্যালী চা বাগান এলাকায় আবাস যোজনার ঘরের সার্ভে নিয়ে প্রশ্ন তুললেন তৃণমুল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের সিপিআইএম পঞ্চায়েত সদস্যা সহ অন্যান্য উপভোক্তরা, সদর বিডিওর সঙ্গে সাক্ষাৎ করে বিশেষত আদিবাসী অধ্যুষিত এলাকায় আবাস যোজনার ঘরের সার্ভে সঠিক ভাবে করার দাবী জানানোর সঙ্গে রাস্তাঘাট, কালভার্ট নির্মানের দাবী করেন।
এই প্রসঙ্গে অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের সদস্যা রুবিনা মুন্ডা বলেন,
চা বাগান এলাকায় অনেক সমস্যা, কালভার্ট নেই, মানুষের যাতায়াতের অনেক সমস্যা, এলাকায় টিনের ঘরে বসবাস করছে অথচ আবাস যোজনার তালিকায় তাঁদের নাম উঠছে না।
আমাদের এলাকায় যেহেতু সিপিআইএম কে ভোট দিয়ে জয়ী করেছে সাধারন মানুষ সেই কারনে ৩০০ টি ঘরের মধ্যে মাত্র ৩৩ টির অনুমোদন দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *