নিউজ ডেস্ক ::এবার সত্যি সত্যি বৃষ্টি বিদায় নিতে চলেছে। আনুষ্ঠানিকভাবে বর্ষা আগেই বিদায় নিয়েছে কিন্তু ‘দানা’ অনেকটা জলীয় বাষ্প আনায় বেশ কিছুটা বৃষ্টি হয়েছে। এবার সম্পূর্ণ হেমন্তের পরিবেশ।
আবহাওয়া অফিস জানাচ্ছে, আপাতত দুই বঙ্গেই আর ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। কালীপুজোতে কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হলেও হতে পারে। কালীপুজোর আগে উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। কালীপুজো ও দীপাবলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভাই ফোঁটাতে মেঘমুক্ত পরিষ্কার আকাশ ৷ বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷ আগামী এক সপ্তাহে দুর্যোগ বা ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। কোনও কোনও জেলার দু-এক জায়গায় স্থানীয়ভাবে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। নভেম্বর মাসের প্রথম সপ্তাহে আবহাওয়ার বদল হবে। শুষ্ক আবহাওয়া রাজ্যজুড়ে।
কলকাতায় মূলত পরিষ্কার আকাশ। কখনও আংশিক মেঘলা আকাশ। বৃষ্টির সম্ভাবনা সামান্য শহরে। বাতাসে কমবে জলীয় বাষ্পের পরিমাণ। কমবে আর্দ্রতাজনিত অস্বস্তি। কালী পুজোতে হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা থাকলেও তারপর ধীরে ধীরে শুষ্ক আবহাওয়ার শুরু।