জোর কদমে প্রচারে ব্যস্ত তৃণমূল কংগ্রেস প্রার্থী

নিউজ ডেস্ক ::আলিপুরদুয়ার জেলার মাদারিহাট আসনটি বিজেপির হাত থেকে ছিনিয়ে নেওয়ার জন্য জোরকদমে প্রচার চালাচ্ছে তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার সাত সকালেই ভোট প্রচারে বেরিয়ে পড়েছেন মাদারিহাট বিধানসভার উপনির্বাচনের তৃণমূল প্রার্থী জয়প্রকাশ টোপ্পো। এদিন জলপাইগুড়ি জেলার ডুয়ার্সের বানারহাট ব্লকের অন্তর্গত বিন্নাগুড়ি চা বাগানের গেটের সামনে এবং তেলিপাড়া চা বাগানে প্রচার চালান তিনি। আদিবাসী রীতি অনুযায়ী তৃণমূল প্রার্থীকে বরণ করে নেয় তৃণমূল সমর্থকরা।সাত সকালে যখন শ্রমিকরা কাজে যোগ দিতে যাচ্ছে ঠিক তখনই চা ফ্যাক্টরির সামনে শ্রমিকদের মধ্যে ভোট প্রচার করেন তৃণমূল প্রার্থী।পাশাপাশি বাগানে চা পাতা তোলার কাজে কর্মরত শ্রমিকদের সাথে কথা বলে তাদের অভাব অভিযোগের কথা শোনেন এবং তাকে বিপুল ভোটে জয়ী করার আবেদন জানান তৃণমূল কংগ্রেস প্রার্থী।চা বাগানের শ্রমিকদের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে যে সমস্ত উন্নয়নগুলি করা হয়েছে তা তুলে ধরেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *