নিউজ ডেস্ক ::ভাটপাড়া পুরসভার ৯ নম্বর ওয়ার্ড অফিসের পিছনে বংশী সাউয়ের গোডাউনের পাশে কচুবনে মিলল বোমার হদিশ। মঙ্গলবার সকালের দিকে কচুবনের মধ্যে লুকিয়ে রাখা বোমা নজরে আসে স্থানীয়দের। ভাটপাড়া থানার পুলিশ জায়গাটিকে ঘিরে রেখেছে। ঢিল ছোঁড়া দূরত্বে বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডের বাড়ি। বোমার বিষয়ে প্রিয়াঙ্গু পান্ডে বলেন, তাঁর গাড়িতে হামলার ঘটনায় গতকাল এনআইএ তদন্তে এসেছিল। তারপরই তাঁর বাড়ির কাছেই বোমার হদিশ। এর পিছনে চক্রান্তের গন্ধ পাচ্ছেন বিজেপি নেতা। অপরদিকে বোমার হদিশ মেলায় তৃণমূল নেতা অরুন সাউ এনআইএ তদন্তের দাবি করেছেন।
