পাটুলিতে বোমা বিস্ফোরণ – আহত তিন কিশোর

নিউজ ডেস্ক ::আবার উপনির্বাচন এগিয়ে আসছে। বাংলায় এবার ছড়িয়ে পড়বে বারুদের গন্ধ। তারই সূত্রপার ঘটলো কি না এখনই বলা যাচ্ছে না। তবে ঘটনাটা ভয়ঙ্কর। এলাকায় গিয়ে জানা গেছে, আজ,কালীপুজোর পরদিন সকালে পাটুলি খেলার মাঠে খেলছিল কয়েকজন স্থানীয় কিশোর। তখনই প্রবল শব্দ শুনতে পান স্থানীয়রা। আসেপাশের বাড়ির দেওয়াল কেঁপে ওঠে বিস্ফোরণের শব্দে। ধোঁয়ায় ঢেকে যায় মাঠ। ছুটে আসেন স্থানীয় যুবকরা। দেখতে পান, মাটিতে পড়ে ছটফট করছে ৩ কিশোর। তাদের একজনের নাক মুখ থেকে রক্ত বেরোচ্ছে। ঘটনায় এলাকায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে। আহতদের বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাধারণ মানুষদের সন্দেহ ওই মাঠে দুষ্কৃতীরা বোমা রেখেছিলো। আর বল ভেবে খেলতে গিয়ে হয়তো তাই ফেটে দুর্ঘটনা ঘটে।

পাটুলি কলকাতা পুরোসভার ১১০ নম্বর ওয়ার্ডের অন্তর্গত। স্থানীয়রা জানাচ্ছেন, সকাল সাড়ে ১১টা নাগাদ প্রবল বিস্ফোরণের শব্দ পাই। মনে হয় খেলতে খেলতে ওই কিশোররা কিছু দেখতে পেয়েছিল। সেটা নিয়ে নাড়াচাড়া করতে করতেই বিস্ফোরণ হয়েছে। ঘটনার জেরে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। স্থানীয়রা জানাচ্ছেন, ওই মাঠে রোজ কয়েক হাজার মানুষ খেলা করেন, হাঁটাহাঁটি করেন আড্ডা দেন। সেখানে বোমা পড়ে থাকায় তাঁরা আতঙ্কিত। পুলিশ তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *