কোর কমিটির সংখ্যা বাড়াতে চাইছেন অনুব্রত

নিউজ ডেস্ক ::ধীরে ধীরে বীরভূমের এক সময়ের বেতাজ বাদশা অনুব্রত মন্ডল আবার নিজের ফর্মে ফিরে আসছেন। এই মুহূর্তে তিনি চাইছেন বীরভূমের তৃণমূলের কোর কমিটির সংখ্যা বাড়াতে। বর্তমানে কোর কমিটিতে আছে ৭ জন সদস্য। তা ১৫ জন করার পক্ষে মুখ খুললেন অনুব্রত মন্ডল। তিনি বলেন, “কোর কমিটি তো নতুন কোনও বিষয় নয়। আমার আমলে আমি যখন জেলা সভাপতি ছিলাম তখন তো কোর কমিটি ছিল। এখন যে আয়তন আছে তা বাড়ানো দরকার। দিদিকেও জানব। অভিষেককেও জানাব।” রাজনৈতিক মহল মনে করছেন, তাঁর অনুপস্থিতিতে কোর কমিটিতে তার অনুরাগীর সংখ্যা কমে গেছে।

অনেকেই বলছেন, অনুব্রত কোর কমিটির সংখ্যা বাড়িয়ে নিজের লোকদের বসাতে চাইছেন। তিনি অবশ্য বলেছেন,
“কমিটি এখন অনেকটাই বোলপুর ভিত্তিক হয়ে গিয়েছে। তাই কমিটির আয়তন বাড়ানো দরকার। আগে এখানকার কোর কমিটিকে বলব বাড়ানোর জন্য। তারপর আমরা একসঙ্গে প্রস্তাব পাঠাব।” এখন দেখার এ বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি সিদ্ধান্ত নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *