ভারতীয় ক্রিকেটের মিডিল অর্ডারের একটা স্তম্ভ হয়ে উঠেছে শ্রেয়াস আইয়ার

নিউজ ডেস্ক ::ভারতীয় ক্রিকেট মানেই অনেকটা ব্যাট নির্ভর। আর এই মুহূর্তে মিডিল অর্ডারে চতুর্থ নম্বরের ব্যাটার হিসাবে শ্রেয়াস অপ্রতিদ্বন্দ্বি। তিরিশ বছরের শ্রেয়াস আইয়ার আঘার জানিত কারণে বার বার মাঠের বাইরে গেলেও নিজের দক্ষতায় আবার ফিরে এসেছে।

খুব অল্প বয়সেই শ্রেয়াসের দক্ষতা ও রানের খিদে দেখে তার কোচ প্রবীর আমরে বুঝেছেন নেন যে খুব তাড়াতাড়ি সে জাতীয় দলে আসতে চলেছে। ২০১৪ সালে মুম্বাইয়ে ঘরোয়া ক্রিকেট দিয়ে কেরিয়ার শুরু করার পরে তাকে আর ফিরে তাকাতে হয় নি পিছন দিকে। পরের বছর IPL ক্রিকেটে বড়ো ব্রেকাউট নিয়ে তিনি সকলের ‘নয়নের মণি’ হয়ে ওঠেন – যেখানে তিনি ১৪টি খেলায় ৫৩৯ রান করে শ্রেষ্ঠ উদিওমান খেলোয়াড়ের পুরস্কার ছিনিয়ে নেন।

পরের কয়েক বছর শ্রেয়াসের ঘরোয়া ক্রিকেটে গড় রান ছিল লোভনীয় – ৫০ এর বেশি। এর পরেই আসে তার ক্রিকেট জীবনের নতুন অধ্যায়। ২০১৭ সালে নিউজিল্যান্ড T20 সিরিজ ও শ্রীলংকার ODI এর পারফমেন্স দেখে শ্রেয়াসকে ভারতীয় দলের অন্তর্ভুক্ত করা হয়। তিনি হয়ে ওঠেন ভারতীয় টিমের মিডিল অর্ডারের এক বিশেষ নির্ভরযোগ্য স্তম্ভ। আন্তর্জাতিক ক্রিকেটের নিজেকে ৪ নম্বরে প্রতিষ্ঠা করে নেন।

তখনই KKR তকে অধিনায়কের দায়িত্ব চাপিয়ে দেন। খুব স্বচ্ছন্দে সেই বোঝা কাঁধে নিয়ে এগিয়ে চলেন শ্রেয়াস। কিন্তু এর পরেই একের পর এক আঘাত তাকে গভীর সমস্যায় ফেলে দেয়। ফলে ২০২২ KKR এর হয়ে দারুন পারফর্ম করার পরেও ২০২৩ সালে তাকে মাঠের বাইরে থাকতে হয়। তবে ২০২৩ তিনি নিজের যোগ্যতা দিয়ে ফিরে আসেন ICC বিশ্বকপে। সেখানে তার চোখ ধাঁধানো পারফর্ম সকলকে মুগ্ধ করে। সেমি ফাইনালে শতরান সহ মোট রান ছিল ৫৩০. বলার অপেক্ষা রাখে না যে ভারতকে সেমি ফাইনালে পৌঁছে দিতে তার ছিল একটা বড়ো ভূমিকা। গৌতম গম্ভীরের সঙ্গে প্রথমবার কলকাতা এসে অধিনায়ক হিসাবে ক্রিকেট প্রেমীদের মন সহজেই জয় করে নেন।

কিন্তু ২০২৫ IPL এ শ্রেয়াসকে ছেড়ে দিলো KKR. কলকাতা নাইট রাইডার্স ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল ২০২৫) এর জন্য রিটেইন এবং ছেড়ে দেওয়া খেলোয়াড়দের তালিকা ঘোষণা করেছে। চলতি বছরের শুরুতে ‘পার্পল ব্রিগেড’ তাদের তৃতীয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শিরোপা জিতেছে। সেই দলের অধিনায়ক শ্রেয়াস আইয়ারকে দল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) রিটেইন করা খেলোয়াড়দের মধ্যে ভারতীয় তরুণ খেলোয়াড় রিঙ্কু সিং শীর্ষস্থান পেয়েছেন। এবার সবই তাকিয়ে শ্রেয়াসের নতুন পারফমেন্স-এর দিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *