নিউজ ডেস্ক ::নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে বড় রান করতে ব্যর্থ ভারতীয় দল। দিনের শুরুতেই আশা জাগিয়েছিলেন শুভমান গিল এবং ঋষভ পন্থের জুটি। কিন্তু দ্বিতীয় সেশনেগ ভারতের ব্যাটিং বিপর্যয় ঘটল। যার ফলে ভারত প্রথম ইনিংিসে অল আউট হল ২৬৩ রানে। লিড পেল মাত্র ২৮ রানের।
প্রথম দিনের শেষে চার উইকেট হারিয়ে চাপে পড়েছিল ভারত। দ্বিতীয় দিনের সকালে ভারতকে কিছুটা চাপমুক্ত করলেন গিল-পন্থ। দুই ব্যাটার মনিলে অর্ধশতরানের পার্টনারশিপ গড়ে তুললেন। কিন্তু লাঞ্চের বিরতির আগেই আউট হলেন পন্থ।
৫৯ বলে ৬০ রানের ইনিংস খেলে আউট হলেন পন্থ। তাঁর ইনিংসে ছিল আটটি চার এবং দুটি্ ছক্কা। শনিবার কিউয়িদের বিরুদ্ধে প্রথম ইনিংসে মাত্র ৩৬ বলে অর্ধশতরান পূরণ করেন পন্থ। এরইসঙ্গে একটি নতুন রেকর্ড গড়লেন ভারতীয় দলের তারকা উইকেটরক্ষক-ব্যাটার।
জমাট ব্যাটিং করতে থাকেন গিলও। কিন্তু ৯০ রানে আউট হলেন গিল। তাঁর ব্যাট থেকে শতরানের প্রত্যাশা তৈরি হয়েছিল। কিন্তু ৯০-র ঘরে গিয়ে আউট হলেন গিল। ১৪৬ বলে ৯০ রান করলেন। তাঁর ইনিংসে ছিল ৭টি চার এবং একটি ছক্কা। শতরান না পেলেও কঠিন সময়ে তাঁর ৯০ রানের ইনিংস কার্যকরী হয়ে থাকল ভারতীয় দলের জন্য।
শতরানের দুয়ার থেকে গিল আউট হতেই বড় লিডের আশা কমছিল। হলও সেটাই। বল এত টার্ন, বাউন্স হচ্ছিল তাতে চাপ বাড়ছিল ভারতীয় ব্যাটারদের। ডিফেন্স করে এজাজ প্যাটেলের স্পিনের আক্রমণ থাকে বাঁচতে পারলেন না ভারতীয় ব্যাটাররা। ফলে শেষ দিকে দ্রুত উইকেট পড়তে লাগল।
গিল এবং পন্থ ছাড়া সেভাবে প্রথম ইনিংসে রান পেলেন না আর কোনও ভারতীয় ব্যাটার। শেষ দিকে লড়াই করলেন ওয়াশিংটন। বল হাতে প্রথম দিনে চার উইকেট নেওয়ার পর দ্বিতীয় দিনে ব্যাট হাতে করলেন ৩৬ বলে ৩৮ রান।
ঘরের মাঠে ০ রানে আউট হলেন সরফরাজ খান। প্রত্যাশার চাপ সামলে একটি রানও করতে পারলেন না সরফরাজ। জাদেজা ১৪ রানে আউট হলেন। আকাশ দীপ রান আউট হলেন। নিউজিল্যান্ডের হয়ে এজাজ প্যাটেল ৫ উইকেট নিলেন।
প্রথম দিনে ভারতীয় দুই স্পিনার রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দরের দাপটে কিউয়িদের পরিকল্পনা খুব বেশি কার্যকর হয়নি না। ২৩৫ রানে অল আউট হয় নিউজিল্যান্ড। কিন্তু রোহিত-বিরাটরা এই ইনিংসেও ব্যর্থ হলেন।