এবার কি গঙ্গার ভাঙনে কলকাতা?

নিউজ ডেস্ক ::মালদা, মুর্শিদাবাদে গঙ্গার ভাঙনের কথা আমরা জানি। কিন্তু গঙ্গার পূর্বে অবস্থিত কলকাতা শহর ছিল বেশ সুরক্ষিত। কিন্তু এবার তা নিয়ে প্রশ্ন উঠে গেলো। গঙ্গার ‘নজর’ যেন এবার পড়েছে এ শহরের উপর। গঙ্গার ভাঙনে তলিয়ে গেল নিমতলা ঘাটের একাংশ। প্রকাশ্যে এসেছে সেই ভিডিয়ো। কার্যত আতঙ্কে এলাকাবাসী। জানা গিয়েছে, শুক্রবার রাত্রিবেলা গঙ্গার স্রোতে ভেসে গিয়েছে নিমতলা ঘাটের একাংশ। ফলত, গঙ্গার গ্রাসে তলিয়ে যাওয়ার আতঙ্ক বাড়ছে নিমতলা-বাগবাজার সহ একাধিক এলাকায়। শুধু তাই নয়, এমনকী নিমতলা ঘাটে রবিঠাকুরের সমাধিক্ষেত্র ঘিরে বাড়ছে উদ্বেগ। সেটিও কার্যত বিপদসীমার মধ্যে। হাওড়ার দিকে প্রবল পলি জমায় বদল হয়েছে স্রোতের গতিপথ। নদীর চরিত্র হলো, এপাড় ভাঙে তো ও পাড় গড়ে।

হাওড়ার দিকে ঠিকমতো ড্রেজিং না হওয়ায় পলি জমছে। আর তার প্রভাব এসে পড়ছে বাগবাজার অঞ্চলে। মেয়র ফিরহাদ হাকিম বলেন,গঙ্গার স্রোত এসে বারবার ধাক্কা দিচ্ছে কলকাতার দিকের পাড়গুলিতে। আর এর জেরে পাড় ভাঙয় বাড়ছে বিপদ। চিন্তায় প্রশাসন। এই মুহূর্তে কলকাতাকে বাঁচাতে হলে, কলকাতা পোর্ট ট্রাস্ট, কলকাতা পৌরনিগম, রাজ্য সরকারের একযোগে কাজ করা উচিত। এখন দেখার সেটা কতটা সম্ভব হয়!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *