নিউজ ডেস্ক ::একটা দীর্ঘ লড়াইয়ের পরে এখন তার আসন বেশ পাকাপোক্ত হয়ে গেছে হিন্দি ছবির জগতে। তার প্রথম পারফর্ম অবশ্য টেলি জগতে।
তিনি হলেন বিক্রান্ত মাসি৷ এই মুহূর্তে তিনি ’12th Fail’ সিনেমার সাফল্যের আনন্দ উপভোগ করেছেন৷ বিধু বিনোদ চোপড়ার এই সিনেমায় তাঁর সঙ্গে অভিনয় করেছিলেন মেধা শংকর৷ ‘মির্জাপুর’ সিরিজে তাঁর অভিনয় সকলকে বুঝিয়ে দিয়েছিল তিনি লম্বা রেসের ঘোড়া৷ সেই সময় থেকেই দর্শকের ভালবাসা পেতে শুরু করেন৷ তিনি এছাড়াও টিভি সিরিয়ালেও কাজ করেন ‘কবুল হ্যায়’, ‘বালিকা বধূ’তেও৷ কিন্তু তাকে টেলি জগতে আটকে রাখা যায় নি। নিজের দক্ষতাতে চলে এসেছেন বড়ো পর্দায়।
২০১৩ সালে তিনি ফার্স্ট মোশন পিকচার ‘লুটেরা’তে অভিনয় করেন রণবীর সিং ও সোনাক্ষী সিং -র সঙ্গে৷ তার নিজের স্টারডমে সুপারহিট সিনেমা ‘টুয়েলভথ ফেল’ যেখানে তিনি আইপিএস অফিসার মনোজ কুমারের চরিত্রে অভিনয় করেছিলেন৷ তাঁর সত্যি জীবনের উপরেই তৈরি এই সিনেমা৷ তার জীবনের লড়াই একটা ইতিহাস। তিনি নিজে বলেছেন, ‘‘টেলিভিশনে কাজ করে আমি অনেক টাকা রোজগার করেছি৷ আমি নিজের প্রথম বাড়ি কিনি ২৪ বছর বয়সে৷ সেই সময়ে আমি প্রতি মাসে ৩৫ লক্ষ টাকা উপার্জন করছিলাম৷ আমি যে পরিবার থেকে আসি সেখানে এই টাকা অনেক কারণ সেখানে চাহিদা মেটাতে টাকা শেষ হয়ে যেত৷ ’’
আরও সুন্দর বিষয় হলো, তার পরিবারের ধৰ্মীয় বিভাজন। বিক্রান্ত ও শীতল ২০২২ -র ১২ ফেব্রুয়ারি বিয়ে করেন৷ এ বছর ৭ ফেব্রুয়ারি তাঁদের সন্তান জন্মেছে৷ তিনি জানিয়েছেন, তাঁর স্ত্রী হিন্দু, তাঁর ভাই ইসলামে ধর্মান্তরিত, তাঁর বাবা খ্রিস্টান, মা শিখ৷ তাঁর মতে যে কোনও মানুষের অধিকার রয়েছে নিজের ধর্মের প্রতি বিশ্বাস রাখার, কারণ ধর্ম মানুষের দ্বারাই তৈরি৷