নিউজ ডেস্ক ::আবার বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত! তবে তার অভিমুখ শ্রীলঙ্কা, তামিলনাড়ুর দিকে। তবে তার প্রভাব কিছুটা হলেও আসতে পারে বাংলার আকাশে।
মঙ্গলবার সকালে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, মঙ্গলবার ঘূর্ণাবর্ত, আগামিকাল, বুধবার নিম্নচাপ! নতুন করে নিম্নচাপ তৈরি হবে বঙ্গোপসাগরে! আজ তৈরি হবে ঘূর্ণাবর্ত। এর প্রভাবে জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। হালকা বৃষ্টি হবে উত্তরবঙ্গে। স্বল্পবৃষ্টির সম্ভাবনা দক্ষিণের উপকূলের জেলায়। আগামী ৪-৫ দিনে তাপমাত্রা কমার সম্ভাবনা নেই। নতুন করে দিন ও রাতের তাপমাত্রা নামার সম্ভাবনা কম রাজ্যে। বাতাসে জলীয় বাষ্পের কারণে সকালের দিকে কোথাও কোথাও কুয়াশা ও ধোঁয়াশার পরিস্থিতি তৈরি হবে। পশ্চিমের জেলা-সহ কিছু জেলায় হালকা শীতের আমেজ রাতে ও খুব সকালের দিকে থাকবে। আগামী পাঁচ দিন এরকমই আবহাওয়ার পূর্বাভাস আবহাওয়া দফতরের।
তবে এর হাত ধরেই প্রবেশ করবে শীত। কলকাতায় মূলত পরিষ্কার আকাশ। বিকেলের দিকে আংশিক মেঘলা আকাশ। নতুন করে তাপমাত্রা নামার সম্ভাবনা কম আগামী চার-পাঁচ দিন। শুষ্ক আবহাওয়া এবং বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। আগামিকাল, বুধবার ও তারপর দিন বৃহস্পতিবার কুয়াশা ও ধোঁয়াশা সকালের দুই ঘণ্টা থাকবে। কলকাতায় আজ, মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ২৪.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.৯ ডিগ্রি সেলসিয়াস বেশি।