আবাস যোজনায় ঘর পাইয়ে দিতে মাথা পিছু ২০ হাজার টাকা নিয়েছে তৃণমূল নেতারা – অভিযোগ নওশাদের

নিউজ ডেস্ক ::উপনির্বাচন ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। আর জি কর কান্ড ও সাম্প্রতিক একের পর এক ঘটে যাওয়া ধর্ষণ ও নারী নির্যাতনের বিষয়ে কিছুটা ব্যাকফুটে তৃণমূল। সেই পরিস্থিতিতেই রবিবার দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙড়ের ফুলবাড়ি এলাকায় জনসংযোগ কর্মসূচি করতে আসেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। জনসংযোগ কর্মসূচি থেকে বিস্ফোরক অভিযোগ করেন বিধায়ক। তাঁর স্পষ্ট অভিযোগ, এলাকায় আবাস যোজনার কাজে দুর্নীতি হচ্ছে। ঘর পাইয়ে দেওয়ার নাম করে কুড়ি হাজার টাকা চাইছে তৃণমূল। এখানেই শেষ না করে তিনি বলেন, এমন অনেকের তৃণমূল নেতার নাম আবাস যোজনার তালিকায় আছে, যাদের দোতলা বাড়ি।

যদিও এই অভিযোগকে উড়িয়ে দিয়েছে তৃণমূল। নওশাদ বাজার গরম করতে এসেছে ও প্রমাণ দিক! পাল্টা দাবি তৃণমূল নেতা আহসান মোল্লার। তৃণমূল নেতা আহসান মোল্লা বলেন, “নওশাদ কি ঘর দিচ্ছে? আমাদের সরকার দিচ্ছে ঘর। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন যাদের ছাদ দেওয়া বাড়ি আছে তাঁদের ঘর দেওয়া হবে না। পাশাপাশি কিছুদিন আগে বিধায়ক শওকত মোল্লা ও সাংসদ সায়নী ঘোষও একই কথা জানিয়েছিলেন।” তবে ইতিমধ্যে সংবাদ মাধ্যমে এমন কিছু নামের তালিকা এসেছে, যাদের দোতলা বাড়ি আছে। এখন দেখার, সেই নাম সরকার বাদ দেয় কিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *