নিউজ ডেস্ক ::সোমবার অভিযুক্ত সঞ্জয় রাইকে প্রায় আগের কুনাল ঘোষের মতোই পুলিশ ভ্যানের ভিতর থেকে চিৎকার করতে শোনা যায়, সে নির্দোষ, সরকার তাকে ফাঁসিয়েছে। তার প্রতিষ্ঠান তার মুখ বন্ধ করে দিয়েছে। এর পরেই জুনিয়র ডাক্তার সহ বিরোধী দলগুলো সঞ্জয়ের কথার ভিত্তিতে বেশ কিছু প্রশ্ন তুলেছে। আর সেই সুযোগ হাত ছাড়া করতে রাজি না কুনাল ঘোষ। মঙ্গলবার তার এক্স হ্যান্ডেলে এক বিরাট লেখা তিনি প্রকাশ করেন। আক্রমন করেন প্রায় সব পক্ষেকেই।
কুনাল ঘোষের লেখার মধ্যে ছিল তীব্র শ্লেষ। তিনি লিখেছেন, “সঞ্জয় রাইয়ের আগামী শুনানির দিন লাল, গেরুয়া পতাকা, উত্তরীয় নিয়ে শিয়ালদহ কোর্টে আসুন। স্লোগান দিন: জাস্টিস ফর সঞ্জয়. গো ব্যাক সিবিআই। ব্যানার আনুন: সঞ্জয় ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। সুযোগ পেলে সঞ্জয়ের হাতে রক্তগোলাপের পতাকা দিন। আপনাদের দলীয় উত্তরীয় পরিয়ে দিন। সঙ্গে মোমবাতি রাখবেন। কোর্টের কাজে সময় লাগলে পড়ন্ত বিকেলে মোমবাতি জ্বেলে বলবেন, “সঞ্জয় তুমি লড়াই করো, আমরা তোমার সঙ্গে আছি।” মনে রাখবেন, কলকাতা পুলিশ আর সিবিআই তদন্তকে প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না। কমরেডস, সঞ্জয়ের নেতৃত্বে আমাদের ঘুরে দাঁড়াতেই হবে…।”এদিকে, আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টে আরজি কর মামলার ফের শুনানি। সারা বাংলা জুড়ে চলেছে দ্রোহের আলো’ কর্মসূচি। এখন দেখার এই বিষয়ে বিরোধীরা কোন প্রতিক্রিয়া প্রকাশ করেন।