নিউজ ডেস্ক ::আমি যখন তৃনমুলে ছিলাম তখন ভালো ছিলাম।আর এখন বিজেপি তে, এখন আমি খারাপ!৫ বছর পর পুরানো কেস দিয়ে যদি তোলামুল ভাবে আমাকে ভোটে আটকাবে,তাহলে তোলামুল মুর্খের জগতে বাস করছে।আমাকে কেস দিয়ে দমানো যাবে না!ভাটাপাড়া কো-অপারেটিভ কেস সুপ্রিম কোর্টে মামলা চলছে।ওরা ভয় পেয়েছে,তাই মিথ্যা মামলায় ফাসিয়ে জব্দ করার চেস্টা করছে।আজ নিজ বাস ভবনে এই ক্ষোভ উগড়ে দিলেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং।
