প্রয়াত হলেন মিঠুনের প্রথম স্ত্রী হেলেনা লুক

নিউজ ডেস্ক ::রবিবার মিঠুন চক্রবর্তীর প্রথম স্ত্রী হেলানা লুক মারা গেলেন আমেরিকায়। যদিও মিঠুন-হেলেনার বৈবাহিক জীবন মাত্র ৪ মাসের। তারপরেই ভেঙে যায় তাদের সম্পর্ক। তিনি ছিলেন জনপ্রিয় নৃত্যশিল্পী তথা অভিনেত্রী। ১৯৮৫ সালে অমিতাভ বচ্চনের বিপরীতে ‘মর্দ’ ছবিতে অভিনয় করেছিলেন তিনি। তখন সিনেপাড়ায় মিঠুন চক্রবর্তীর রাজ। তাঁকে ভালবেসে বিয়ে করেছিলেন হেলেনা। মিঠুনের স্মৃতিতে হেলেনা আছেন কিনা আমরা জানি না, কিন্তু হেলেনার স্মৃটিতে যে মিঠুন ছিলেন, তার অনেক পরিচয় পাওয়া যায়।

বিয়ের কিছুদিন পরেই হেলেনা উপলব্ধি করেছিলেন মিঠুনের সঙ্গে তার বিয়ে না হলেই ভালো হতো। তিনি এক সাক্ষাৎকারে বলেছিলেন, “আমি কোনওদিন ও কাছে ফিরব না। ও সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে গেলেও না। আমি কখনই খোরপোষ দাবি করিনি। এটা আমার কাছে দুঃস্বপ্নের মতো। সেটা কেটে গিয়েছে। ও আমার বাবাকে কথা দিয়েছিল, আমায় পৃথিবীর নবম আশ্চর্যের মতো আগলে রাখবে, পরবর্তীতে আমি বুঝেছিলাম যে ও নিজেকে ছাড়া আর কাউকেই ভালবাসে না।” এই বিষয়ে অবশ্য মিঠুনের কোনো প্ররিক্রিয়া পাওয়া যায় নি। তবে বিনোদন জগৎ ও নাগরিক মহল খুবই মর্মহত এই মৃত্যুতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *