RSV ভাইরাসে আক্রান্ত বাংলার বহু শিশু – চিন্তায় চিকিৎসক মহল

নিউজ ডেস্ক ::একদম নতুন ভাইরাস তা কিন্তু নয়। তবে এ বছর অনেকটা শক্তি বাড়িয়ে নিয়েছে এই RSV ভাইরাস। মূলত শ্বাসকষ্টজনিত সমস্যা থাকছে। আর এই ভাইরাসঘটিত রোগে আক্রান্তের সংখ্যা ক্রমশই বাড়ছে। এই মুহূর্তে পূর্ব-পশ্চিম মেদিনীপুর, হাওড়া, ঝাড়গ্রাম জেলায় RSV-র প্রকোপ লক্ষ্য করা গেছে বলে শিশু বিশেষজ্ঞরা জানাচ্ছেন। ডাক্তারি ভাষায় বলা হচ্ছে RSV (Respiratory syncytial virus) প্রধানত এক বৎসরের কম বয়সি শিশুদের এই রোগে আক্রান্ত হতে দেখা যাচ্ছে। যা নিয়ে উদ্বিগ্ন পূর্ব মেদিনীপুরের চিকিৎসক ও আক্রান্ত শিশুদের পরিবার পরিজনেরা। বিশেষজ্ঞারা বলছেন, সময় মতো চিকিৎসা শুরু না হলে এই ভাইরাস মারাত্মক হয়ে উঠতে পারে।

এই ভাইরাস ঘটিত রোগের ফলে বাচ্চাদের জ্বর, কাশি দেখা দিচ্ছে। আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে! ঠিকঠাক মিলছে না ওষুধ, উদ্বেগ বাড়ছে চিকিৎসকদেরও। এ যেন এক নতুন ভাইরাসের প্রভাব চলছে। কোলাঘাটের একটি বেসরকারি শিশু হাসপাতালে গত কয়েকদিন ধরে ৫০ জন রোগীর চিকিৎসা চলছে। শিশু চিকিৎসক ডাক্তার প্রবীর ভৌমিক জানান,ঋতু পরিবর্তনর কারণে এই রোগ বেড়ে চলেছে। এই সময় শিশুদের ঠান্ডা থেকে দূরে রাখতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *