নিউজ ডেস্ক ::আমেরিকার স্টেটস নির্বাচনের ভোট সুইঙের খবর যা প্রকাশিত হয়েছে, তাতে বলাই যায় ডোনাল্ড ট্রাম্পের বিজয় এখন শুধুই সময়ের অপেক্ষা। আর এতেও উদ্বেলিত হয়ে ট্রাম্প দুটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন – (১) আমেরিকার স্বর্ণযুগের সূচনা হতে চলেছে। আমি আপনাদের নিরাশ করব না”। (২) “এবার যেকোনও ভাবে আমেরিকায় অনুপ্রবেশ বন্ধ হবেই”।
এ দিন জয় নিশ্চিত হতেই পাম বিচ কাউন্টি কনভেনশন সেন্টার থেকে ডোনাল্ড ট্রাম্প বলেন, “আমেরিকা আমায় অপরিসীম ক্ষমতা দিয়েছে। এটা আমেরিকানদের জয়।” এটা স্পষ্ট, দ্বিতীয়বার ক্ষমতায় ফিরছেন ট্রাম্পই। আর মাত্র ৪টি ইলেকটোরাল ভোট দরকার ট্রাম্পের জয়ী হওয়ার জন্য। নির্বাচনী প্রচারে প্রাণঘাতী হামলার প্রসঙ্গও বিজয়ী ভাষণে টেনে আনেন ট্রাম্প। বলেন, “ঈশ্বর এই কারণেই আমার প্রাণ রক্ষা করেছে।”৫৩৮টি আসনের মধ্যে ২৬৭টি আসনেই জয়ী হয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।