নিউজ ডেস্ক ::নরেন্দ্র মোদী ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে শুধু নিবিড় বন্ধুত্ব আছে তাই নয়, দুজনের ভগবত বিশ্বাস অটল। দুজনেই মনে করেন ঈশ্বরই তাদের হাতে রাষ্ট্র পরিচালনার নির্দেশ দিয়েছেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প, তা প্রায় নিশ্চিত হয়ে গিয়েছে। এই আবহে বিশ্বের তাবড় নেতারা তাঁকে স্বাগত জানাতে শুরু করেছেন। আর সেই তালিকায় প্রথম সারিতেই নাম লেখালেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ‘বন্ধু’ ট্রাম্পকে শুভেচ্ছা জানালেন সোশ্যাল মিডিয়া বার্তায়। মোদী লেখেন, ‘নির্বাচনে ঐতিহাসিক জয়ের জন্য ডোনাল্ড ট্রাম্পকে আন্তরিক অভিনন্দন। আশা করব আপনার আগের মেয়াদের সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে ভারত-মার্কিন কৌশলগত অংশীদারিত্বকে আরও জোরদার হবে।’ ট্রাম্প ও মোদী ব্যক্তিগত রসায়ন বারবার নজর কেড়েছে বিশ্ব রাজনৈতিক মহলের।
মোদীর প্রতি ট্রাম্পের একটা দুর্বলতা যে আছে তা আগেও প্রকাশ পেয়েছে। এর আগে ২০২০ সালের নির্বাচনের আগে টেক্সাসে গিয়ে ‘হাউডি মোদী’ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ট্রাম্প। সেখানে মোদীকেও ‘আব কি বার ট্রাম্প সরকার’ স্লোগান তুলতে শোনা গিয়েছিল। এই আবহে এই নির্বাচনের আগে মোদী বন্দনা শোনা গিয়েছিল ট্রাম্পের গলায়। তিনি বলেছিলেন, ‘মোদী বিরাট নেতা। মহান মানুষ। সত্যিই বড় মাপের লোক। উনি দারুণ কাজ করেছেন। কিন্তু, ওনার দেশ খুব চড়া হারে শুল্ক আদায় করে। উনি আমার খুব ভালো বন্ধু। দারুণ লোক। বাইরে দেখে মনে হবে, উনি যেন আপনার অভিভাবক। তবে তিনি কিলার। ওটাও তাঁর অসামান্য এক ক্ষমতা।’ তিনি আরও বলেছিলেন, মোদী সহজেই মানুষের মন জয় করে নিতে পারেন।