নিউজ ডেস্ক ::দীর্ঘ প্রতীক্ষার পরে অবশেষে শেষ হলো আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন। কিন্তু বিজয়ীর হাসি কে হাসবে? নানা সমীক্ষায় দেখা গেছে প্রায় সমান সমান। কিন্তু তুমুল লড়াইয়ের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে চমকপ্রদ ভবিষ্যদ্বাণী করল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এআইয়ের এহেন পূর্বাভাস দেখে ওয়াকিবহাল মহলের আশঙ্কা, তাহলে কি নির্বাচন শেষ হলে রাজনৈতিক ডামাডোল শুরু হবে আমেরিকায়? মার্কিন নির্বাচনের নিয়ম অনুসারে গত অক্টোবর মাস থেকেই ভোটগ্রহণের সূচনা হয়। ২০ সেপ্টেম্বর আগাম ভোট বা ‘আর্লি ভোট’ হয় ৪৭টি রাজ্যে। অবশেষে মঙ্গলবারই ভোটদানের চূড়ান্ত দিন। যেকোনও সময় সমস্ত সমীক্ষা উলটে দিতে পারে এই ৭ সুইং স্টেট।
আমেরিকার পাশাপাশি নির্বাচনের দিকে তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব। কিন্তু এআইয়ের দাবি, ট্রাম্প বা হ্যারিস কেউই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হবেন না! চ্যাট জিপিটির দাবি, ‘’ছায়ার আড়াল থেকে এক কালো ঘোড়া বেরিয়ে এসে ক্ষমতা ছিনিয়ে নেবেন। একেবারে শেষ মুহূর্তে এমনভাবে ঘুরে যাবে গোটা নির্বাচন প্রক্রিয়া, যার জন্য ট্রাম্প বা হ্যারিস কেউই সিংহাসন তথা প্রেসিডেন্টের কুর্সিতে বসতে পারবেন না। এমন কেউ ক্ষমতা দখল করবেন যার কথা কেউই সেভাবে জানে না।” চলতি বছরেই ভারতের লোকসভা নির্বাচনের ফলাফল বেশ ভালোভাবে মিলিয়ে দিয়েছিল এআই। তার পরে মার্কিন নির্বাচন নিয়ে চ্যাট জিপিটির এমন ভবিষ্যদ্বাণী দেখে অনেকেই মনে করছেন, তাহলে কি নির্বাচনের ফলপ্রকাশের পরে রাজনৈতিক সংকট তৈরি হবে? ট্রাম্প বা কমলার রানিং মেটরা কি পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট হতে চলেছেন? সেই উত্তরের জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে আমাদের।