আজকের আবহাওয়া

নিউজ ডেস্ক ::উত্তুরে হাওয়া সেইভাবে এখনও শুরু হয় নি। কিন্তু নভেম্বরের প্রথম সপ্তাহ শেষ হয়ে গেলো। তবে আশা দেখিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। এই সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা আছে। সকালের দিকে কোথাও কোথাও কুয়াশা ও ধোঁয়াশা দেখা দিচ্ছে। তবে বেলা বাড়তেই বাড়ছে গরম।

আআলিপুর আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে, আগামী ৫/৬ দিন রাজ্যজুড়ে শুষ্ক আবহাওয়া থাকবে। তবে কোথাও কোথাও সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর ও দুই চব্বিশ পরগনায়। বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কোথাও ভারী বৃষ্টি হবে না। এদিকে আপাতত তাপমাত্রা পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। হাওয়া অফিস জানাচ্ছে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। যার প্রভাবে বৃষ্টিপাত হচ্ছে বলে মনে করা হচ্ছে। যদিও আজ থেকে শনিবার পর্যন্ত রাজ্যজুড়ে শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা। তবে ১০ তারিখ ফের বৃষ্টির পূর্বাভাস। ১০ তারিখ পূর্ব মেদিনীপুর, দুই চব্বিশ পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে পশ্চিমের জেলাগুলোতেও হাল্কা শীত পরা শুরু হয়েছে।

অন্যদিকে উত্তরের (North Bengal Weather) জেলাগুলিতেও আপাতত তাপমাত্রার খুব বেশি পরিবর্তন হবে না কয়েক দিন। উত্তরবঙ্গের উপরের দিকের কয়েকটি জেলায় সামান্য বৃষ্টি হতে পারে। দার্জিলিং ও কালিম্পংয়ে বৃষ্টি হতে পারে ১০ তারিখ। আগামী সপ্তাহে সোম ও মঙ্গলবার দার্জিলিং ও কালিম্পং জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *