শাহরুখকে খুনের হুমকি দিলো কে? চিন্তিত সারা দেশ

নিউজ ডেস্ক ::সলমন খানকে কিছুদিন আগেই খুনের হুমকি দেওয়া হয়েছিল। বিকল্পে ৫ কোটি টাকা তোলা দাবি করা হয়েছিল। তা নিয়ে জলঘোলা কম হয় নি। আর এবার সেই হুমকি আসলো বাদশা শাহরুখের কাছে। সূত্রের খবর, তদন্তে জানা গিয়েছে শাহরুখকে খুনের হুমকি দেওয়া ওই ব্যক্তির নাম ফাইজান। অভিযুক্ত ছত্তিশগড়ের রায়পুর অঞ্চলে বাসিন্দা। আরও খবর, অভিযুক্ত নাকি শাহরুখের কাছে খুনের হুমকি দিয়ে ৫০লক্ষ টাকা দাবি করেছে! ইতিমধ্যেই মুম্বই পুলিশের একটি দল রায়পুরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এই বিষয়ে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি।
২০২৩-এও খুনের হুমকি পেয়েছিলেন শাহরুখ। ‘পাঠান’ এবং ‘জওয়ান’ ছবি দু’টির বিপুল বক্স অফিস সাফল্য পাওয়ার পরপরই তাঁর প্রাণনাশের হুমকি দিয়ে বার্তা এসেছিল। তারপর থেকে তার নিরাপত্তা বেড়ে যায় বহুগুন।

এবার আবার সেই প্রাণ নাশের হুমকি। যদিও এখনও পর্যন্ত শাহরুখের উদ্দেশ্যে আসা এই নতুন খুনের হুমকির বিষয়ে কোনও আনুষ্ঠানিক বার্তা আসেনি তারকার টিমের তরফে।
অন্যদিকে, মুম্বই পুলিশের কন্ট্রোল রুমে এক ব্যক্তি নিজেকে লরেন্স বিষ্ণোইয়ের ভাই বলে পরিচয় দিয়ে সলমন খানকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছিল গত সপ্তাহেই। ওইব্যক্তিকে সদ্য গ্রেফতার করেছে পুলিশ। এদিকে শাহরুখের বিষয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্তে মুম্বইয়ের বান্দ্রা পুলিশ। সাইবার সেলও তদন্ত চালাচ্ছে। জানা গিয়েছে, উড়ো ফোনে, শাহরুখের থেকে ৫০ লাখ টাকা দাবি করা হয়েছে। জানা গিয়েছে, শাহরুখকে মেরে ফেলার হুমকি দিয়ে ওই ফোন এসেছিল রায়পুর, ছত্তিশগঢ় থেকে। ইতিমধ্যেই রায়পুরের উদ্দেশ্যে রওনা দিয়েছে মুম্বই পুলিশের একটি টিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *