তন্ময় পৌঁছেছেন আলিমুদ্দিনে

নিউজ ডেস্ক ::পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য পৌঁছে গেছেন আলিমুদ্দিন স্ট্রিটের পার্টি অফিসে। আজ দলের আভ্যন্তরিন তদন্ত কমিটির মুখোমুখি হচ্ছেন তিনি। প্রসঙ্গত একজন মহিলা সাংবাদিকের শালীনতাহানীর অভিযোগ তার বিরুদ্ধে। ঘটনার তদন্তের জন্য ইতিমধ্যেই তিন সদস্যের কমিটি তৈরি করেছে সিপিএম। কমিটির নেতৃত্বে রয়েছেন অঞ্জু কর। আরও দুই সদস্য নদিয়ার জেলা সম্পাদক সুমিত দে এবং নানুরের প্রাক্তন সিপিআইএম বিধায়ক শ্যামলী প্রধান। এদিন তাঁদের ডাকেই দুপুর ১২টা ২৬ মিনিট নাগাদ আলিমুদ্দিনে যান তন্ময় ভট্টাচার্য। ঢোকার মুখে শুধু বললেন, ‘পার্টি ডেকেছে তাই এসেছি’।

যে মহিলা সাংবাদিক এই অভিযোগ এনেছেন নিজের ফেসবুক পোষ্টে তাঁকে কিন্তু পরে আর কোনো কথা বলতে শোনা যায় নি। এমন কি তন্ময়ের একগুচ্ছ প্রাঙ্গিক প্রশ্নের কোনো উত্তর তিনি দেন নি। গত ২৭ তারিখের ঘটনা ও পরবর্তীকালে সাংবাদিকদের সঙ্গে তন্ময়ের কথা নিয়ে তার কাছে জানতে চাওয়া হবে বলেই মনে করা হচ্ছে। নাগরিক মহলের মধ্যে মহিলা সাংবাদিকের শালীনতাহানী নিয়ে ইতিমধ্যে অনেক প্রশ্ন উঠে গেছে। এখন দেখার শেষ পর্যন্ত কি দাঁড়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *