নিউজ ডেস্ক ::২০২১ সালের পর থেকে এই ১০ই নভেম্বর শহীদ স্মরণ সভা ঘিরে প্রতিবছর তৃণমূল কংগ্রেস বনাম শুভেন্দু অধিকারী টানটান উত্তেজনা থাকে।
নন্দীগ্রামের গোকুলনগর এর করপল্লীতে ১০ ই নভেম্বর শহীদ স্মরণ সভা অনুষ্ঠিত হয় প্রতি বছর ।
প্রশাসনের উপস্থিতিতে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি উভয় দলের সম্মতিতে বিজেপির পক্ষ থেকে শুভেন্দু অধিকারী সকাল ১০ টায় এবং তৃণমূল কংগ্রেস ১১ টায় থেকে এই শহীদ স্মরণসভা পালন করছে । দুই পক্ষের সময় ভিন্ন থাকলেও মঞ্চ দুটি আবার পাশাপাশি। আছে পর্যাপ্ত নিরাপত্তা ও। যদিও তৃণমূলের পক্ষে জেলা ও ব্লক নেতৃত্বরা থাকলেও রাজ্য নেতৃত্ব উপস্থিত থাকতে পারে বলে জানা গেছে। রাজ্যে উপনির্বাচন, তাই নন্দীগ্রামে হাওয়া গরম হবেই এমনি মত রাজনৈতিক মহলের।
ইতিমধ্যেই বিজেপির তরফ থেকে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পালিত হয়েছে অপারেশন সূর্যোদয়ের বর্ষপূর্তি। বিরোধী দলনেতা প্রথমে শহীদদের মূর্তিতে মাল্য দান করেন এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।
