নিউজ ডেস্ক ::এবার শীত চলে এসেছে দোর গোড়ায়। এবার শীত আসতে অনেকটা দেরি হলো। তবে আর অপেক্ষা নয়। উত্তুরে ইতিমধ্যে বইতে শুরু করেছে।
আজ আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে,১৫ তারিখের মধ্যে হুড়মুড়িয়ে শীত পড়বে। সব ঠিক থাকলে ১৫ই নভেম্বরের দিক থেকে উত্তুরে হাওয়া বইতে শুরু করবে রাজ্যে। নভেম্বরের মাঝামাঝিতে রাজ্যে হাওয়া বদল হবে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আপাতত টানা সাত দিন বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। পশ্চিমের জেলাগুলিতে বেশ কিছুটা তাপমাত্রার পতন হওয়ার সম্ভাবনা। আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। কলকাতাতেও বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। আজ কলকাতার (Kolkata) আকাশ পরিষ্কার থাকবে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই পরিষ্কার থাকবে আকাশ। আপাতত কিছুদিন তিলোত্তমার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। তবে আগামী সপ্তাহ থেকে তাপমাত্রা কমতে শুরু করবে।
অন্যদিকে উত্তরবঙ্গেও থাকবে মেঘমুক্ত আকাশ। কিন্তু পাহাড়ে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আজ থেকে আগামী তিন দিন বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের (North Bengal Weather) দার্জিলিং, কালিম্পং-এ। বাকি আর কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। আপাতত শুকনো থাকবে আবহাওয়া। উত্তরের জেলাগুলিতে চলতি সপ্তাহে ২-৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা পড়তে পারে। আগেই আবহাওয়া অফিস জানিয়েছে যে এ বছর শীত কিছুটা বেশি পড়তে পারে।