Eduevent এর বিশেষ শিক্ষামূলক কর্মসূচি হয়ে গেলো মালদায়

নিউজ ডেস্ক ::রবিবার মালদায় হয়ে গেল Eduevent এর এক বিশেষ শিক্ষামূলক কর্মসূচি। ‘Eduevent’ একটি প্রতিষ্ঠিত বেসরকারি সমাজসেবামূলক সংস্থা,যারা শিক্ষা নিয়েও কাজ করেন। তারা শিক্ষার বিভিন্ন দিক, বিশেষ করে ম্যানেজমেন্ট, ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি, নার্সিং ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে প্রয়োজনীয় গাইডেন্স দেয়। এখানে কেরিয়ার কাউন্সিলিং ও এডমিশন গাইডেন্স সম্পূর্ণ বিনা মূল্যে করা হয়। নিজেদের পছন্দ মতো কলেজ স্টুডেন্টরাই বেছে নেয়।

Eduevent ফাউন্ডেশনের পক্ষ থেকে ভাইস প্রেসিডেন্ট ড. অসীম মজুমদার জানান, ছাত্র ছাত্রীদের ঠিকমত কাউন্সিলিং করিয়ে তাদের ঠিক জায়গায় ভর্তি করিয়ে দেওয়াই তাদের উদ্দেশ্য। তাদের মূল লক্ষ ছাত্র ছাত্রীদের মেধার বিকাশ ঘটিয়ে তাদের যোগ্য করে তোলা। যাতে প্রত্যেক ছাত্র ও ছাত্রী নিজেদের যোগ্যতা অনুযায়ী পড়াশুনা করে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে। এক মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকের আলোচনা শেষ হয়। মালদার প্রচুর শিক্ষাবিদ, স্কুল ও কলেজের শিক্ষক মহাশয়রা আজকের আলোচনায় উপস্থিত ছিলেন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মালদা পৌরসভার পৌরপ্রধান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *