ঝাড়খন্ড বাংলা সীমান্তে ইডির হানা

নিউজ ডেস্ক ::আগামীকাল উপনির্বাচন। বাংলা ও ঝাড়খন্ডে আছে উপনির্বাচন। তার আগেই সীমান্ত পেরিয়ে কালো টাকার অনুপ্রবেশ ঘটতে চলেছে বলেই ইডির ধারণা। আর তাই ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের সাতটি করে জায়গায় হানা দিয়েছে ইডি। এই ঘটনার সঙ্গে জুড়ে গিয়েছে অনুপ্রবেশ বিতর্কও৷ কারণ, বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে ঢোকা কিছু লোক এই কারবারের সঙ্গে জড়িয়ে আছে৷ এমন কথাও জানা গিয়েছে। সব মিলিয়ে সীমান্তবর্তী অঞ্চলে ছড়িয়েছে উত্তেজনা।

গতকালই নির্বাচন কমিশনাকে সতর্ক করে তৃণমূল জানিয়েছে যে, তাদের ধরনের পার্শ্ববর্তী রাজ্য থেকে নির্বাচনের আগে বাংলায় টাকা ঢুকতে পারে। নির্বাচনের আগে দুই রাজ্যের সীমান্ত দিয়ে বাংলাদেশিদের অনুপ্রবেশ ও টাকা পাচারের আশঙ্কাও করা হচ্ছে। হাওয়ালার মাধ্যমে টাকা এক হাত থেকে অন্য হাতে যাওয়ার সম্ভাবনার কথাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। সেই সব রুখতেই ইডি দুই রাজ্যে হানা দিয়েছে বলে খবর৷ দুই রাজ্য মিলিয়ে ১৪ টিরও বেশি জায়গায় এই হানা হচ্ছে বলে খবর। বাংলাদেশিরা অনুপ্রবেশ করে ঝাড়খণ্ডে থাকছে। জনজাতি পরিবারের মেয়েদের বিয়ে করছে। সেই অভিযোগ তুলছে বিজেপি। গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পর্যন্ত এই অনুপ্রবেশ ইস্যুতে কড়া বার্তা দিয়েছেন ঝাড়খণ্ডের প্রচারে। আর তারপর দিনই এই ইডির হানা। এখন দেখার এই বিষয়ে ইডি কোনো সাফল্য পায় কিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *