নিউজ ডেস্ক ::রাতের অন্ধকারে ফোনে ডেকে বাড়ির সামনে তৃণমূল কর্মীকে গুলি করে খুন, এলাকায় চাঞ্চল্য। আটক দুইজন, ঘটনস্থলে পুলিশ।
রাজ্য ছটি উপনির্বাচন আগামীকাল বুধবার।তার ২৪ ঘণ্টা আগে সক্রিয় তৃণমূল কর্মীখুন,বসিরহাটে চাঞ্চল্য।
উত্তর চব্বিশ পরগনা বসিরহাট মহকুমার বসিরহাট থানার ইটিন্ডা পানিদার গ্রাম পঞ্চায়েতের হাজড়াতলা মাঠপাড়া এলাকার ঘটনা বছর ৪৪ এর আনন্দ সরকার তৃণমূলের সক্রিয় নেতা, সোমবার দিন রাত্রিবেলা বাড়ির ছিলেন তিনি।তাকে ফোন করে বাইরে বেরোতে বলেন কেউ একজন।বাড়ির পাশে পুকুরের সামনেই তাকে মাথায় গুলি করে হত্যা করে দুষ্কৃতীরা। বেশ কয়েকজন দুষ্কৃতী এসে কাছ থেকে তার মাথায় গুলি করে। ঘটনা স্থলে বসিরহাট থানার পুলিশ গিয়ে উদ্ধার করেছে মৃতদেহ।ময়নাতদন্তের জন্য বসিরহাট স্বাস্থ্য জেলার পুলিশ মর্গে পাঠানো হয়েছে মৃতদেহ।এই ঘটনায় বসিরহাট থানার পুলিশ দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে এবং মোবাইল ফোন কল লিস্ট পরীক্ষা করে দেখছে কজন দুষ্কৃতী এসেছিল, কিভাবে এসেছিল,আর এই খুনের পিছনে তাদের মোটিভ কি ছিল।মৃতের স্ত্রী অষ্টমী সরকার বলেন প্রতিবেশীর সঙ্গে দীর্ঘদিন জমি বিবাদ চলছে। প্রায় রাস্তাঘাটে হুমকি এর আগে মৃত তৃণমূল কর্মীর দাদা ভৈরব সরকার ও ভাই অশোক সরকারকে সীমান্তে পাচারের অভিযোগ ফেনসিডিল পাচারের জন্য বিনা কারণে জেলও খাটিয়েছিল।২০১৯ সালে জেল থেকে বেরোনোর পরে ফের আবার তাদের ওপরে আক্রমণ, হুমকি। মৃতের বাবা কার্তিক সরকার বলেন অভিযুক্তদের শাস্তি ও ফাঁসির দাবি জানিয়েছি। কিন্তু প্রশ্ন হচ্ছে এইভাবে রাতের অন্ধকারে বাড়ি থেকে মোবাইল ফোনে ডেকে মাথায় নিশংসভাবে গুলি করে খুন করল শুধুই কি জমি বিবাদ,না এর পিছনে রাজনৈতিক কোনো উদ্দেশ্য আছে সেটাও তদন্ত করে দেখছে বসিরহাটে থানার পুলিশ। ইতিমধ্যে উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল নেতৃত্ব বিস্তারিত রিপোর্ট পাঠিয়েছে দলীয় নেতাদের কাছ থেকে।