নিউজ ডেস্ক ::আসল কথা হলো পৃথিবীর বুকে এক টুকরো চাঁদ – বেশ রোমাঞ্চকর বিষয়। হ্যাঁ, তাই আছে রাজস্থানের আজমের এবং জয়পুর যাওয়ার পথেই পড়ে ছোট্ট একটা শহর। শহরের নাম কিষাণগড়। আর সব রহস্য লুকিয়ে সেই শহরেই। মূলত, ‘গোলাপি শহর’ বলে চিহ্নিত জয়পুর থেকে এই স্থানের দূরত্ব ১০০কিলোমিটার। আর এখানেই রয়েছে ‘চাঁদের মাটি’।রাজস্থানের এই স্থানই পরিচিত ‘মুন ল্যান্ড’ নামে। কিন্তু, কেন এমন নাম হল? কী রয়েছে ওখানে? আদতে ওই জায়গা প্রথমে পরিচিত ছিল ভাগাড় বা ‘ডাম্পিং গ্রাউন্ড হিসাবে। তবে এখানে দৈনন্দিন বর্জ্য ফেলা হয় না। তাই এখানে না আছে পচা গন্ধ বা মৃতপ্রাণীর দেহাবশেষ। কিন্তু যে বর্জ্য ফেলা হয় তার ফলেই গোটা এলাকা ‘চাঁদের দেশ’-এ রুপান্তরিত হয়েছে।
আসল কথা হলো রাজস্থান বিখ্যাত মার্বেলের জন্য। এই রাজ্য থেকে দেশের নির্মাণকাজের জন্য দেশের বিভিন্ন জায়গায় মার্বেল যায়। কিষাণগড় এমন একটি শহর যেখানে ঘরে ঘরে মার্বেলের ব্যবসা করে থাকেন। আর ঠিক সে কারণেই লোকমুখে এই স্থানের পরিচিত বাড়ছে। কিষাণগড়ের ভাগাড়ই হয়ে উঠেছে রাজস্থানের ‘মুন ল্যান্ড।’ সোশ্যাল মিডিয়ায় কিষাণগড়ের ছবি ছড়িয়ে পড়ার পরেই এ নিয়ে উৎসাহ বৃদ্ধি পিয়েছে। সাদা প্রান্তরে অনেকে ফটোশুটের জন্যেও আসছেন। তার জন্যে টাকাও দিতে হচ্ছে এখানে। এখন বেশ অনেক পর্যটকের ভিড় হচ্ছে ওখানে।