নিউজ ডেস্ক ::পুলিশ সূত্রে খবর সল্টলেক লাগোয়া বেসরকারি স্কুলের পড়ুয়াদেরকে নিয়ে বাড়ি ফিরছিলেন অভিভাবক।সেই সময় সটলেক ২ নম্বর গেট থেকে ২১৫ এ রূটের দুটি বাস রেষারেষি করছিল,এই সময় ঘটে এই দুর্ঘটনাটি।জানা গিয়েছে সেই সময় ওই দুটি বাস রেষারেষি করতে গিয়ে স্কুটিকে ধাক্কা মারে ফলে গুরুতর আহত হন তারা। তাদেরকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয়েছে উল্টোডাঙ্গা অবস্থিত একটি বেসরকারি হাসপাতালে। সেখানে এক পড়ুয়ার অবস্থার অবনতি হওয়ার ফলে তাকে রেফার করা হয়েছে অন্যত্র।
