কানাডার হিন্দু মন্দিরে বিশেষ অনুষ্ঠান বাতিল করতে বাধ্য হলো ভারত

নিউজ ডেস্ক ::বিষয়টা যথেষ্ট উদ্বেগের। কিন্তু কানাডায় ভারত বিরোধী খালিস্তানপন্থীদের আড্ডা স্থলে পরিণত হয়েছে এই মুহূর্তে। আর সেই কারণেই গত ৩ নভেম্বর টরন্টোর নিকটবর্তী ব্রাম্পটনের হিন্দু সভা মন্দিরে তাণ্ডব চালায় খলিস্তানিরা। মারধর করা হয় হিন্দু পুণ্যার্থীদের। রেহাই মেলেনি মহিলা এবং শিশুদেরও। গভীর উদ্বেগ প্রকাশ করে ভারত। কিন্তু অবস্থার খুব একটা পরিবর্তন হয় নি। এই পরিস্থিতিতে আগামী ১৭ নভেম্বর কানাডার এক মন্দিরের একটি অনুষ্ঠান বাতিল করতে বাধ্য হলো ভারত।

আগামী ১৭ নভেম্বর ফের মন্দির প্রাঙ্গনে স্থানীয় স্তরে লাইফ সার্টিফিকেট দেওয়ার ক্যাম্প আয়োজনের কথা ছিল। কিন্তু হিন্দু সভা মন্দিরের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন সকলে। তাই ত্রিবেণী মন্দিরের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, স্থানীয় পুলিশের তরফে জানানো হয়েছে যে মন্দিরে ক্যাম্প হলে সেখানে হামলার আশঙ্কা রয়েছে। তাই এই ক্যাম্প বাতিল করা হল। সকলের কাছে ক্ষমাও চেয়েছে মন্দির কর্তৃপক্ষ। একই কারণে গত ৩ নভেম্বর টরন্টোর নিকটবর্তী ব্রাম্পটনের হিন্দু সভা মন্দিরে তাণ্ডব চালায় খলিস্তানিরা। মারধর করা হয় হিন্দু পুণ্যার্থীদের। রেহাই মেলেনি মহিলা এবং শিশুদেরও। পরে টরন্টোর ভারতীয় হাই কমিশন জানায়, মন্দির প্রাঙ্গনেই একটি ক্যাম্পের আয়োজন করা হয়েছিল। মন্দির কর্তৃপক্ষের সহযোগিতায় প্রতি বছরই সেখানে কনসুলার ক্যাম্পের আয়োজন করে ভারতীয় হাই কমিশন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *