ঝাড়খন্ডে নির্বাচনী প্রচারে গিয়ে মিঠুন খোয়ালেন মানিব্যাগ

নিউজ ডেস্ক ::এটা যেকোনো রাজনৈতিক দলের কাছেই লজ্জার। তবুও এমন লজ্জাজনকে ঘটনা এড়ানো গেলো না। ঝাড়খণ্ডের ধানবাদে বিজেপির নির্বাচনী প্রচারে এসে পকেটমারের খপ্পরে পড়লেন জনপ্রিয় অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। মঙ্গলবার ধানবাদের নিসা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অপর্ণা সেনগুপ্তের সমর্থনে আয়োজিত এক জনসভায় ভাষণ দিতে গিয়ে ঘটে এই অপ্রত্যাশিত ঘটনা। আসলে উপনির্বাচনের কারণে পুলিশি ব্যবস্থা যথেষ্ট ছিল না। মিঠুনকে দেখার জন্য বিপুল জন সমাগম ঘটে। জানা যাচ্ছে, প্রায় ৬০ মিটার দূরে গাড়ি থেকে নেমে মঞ্চ পর্যন্ত মিঠুনকে হেঁটে যেতে হয়। আর সেই সময় ভক্তরা মিঠুনের কাছে যাওয়ার আপ্রাণ চেষ্টা করে। সম্ভবত তখনই তাঁর মানিব্যাগ কেউ তুলে নেয়।

মঞ্চে উঠেই মিঠুন বুঝতে পারেন তাঁর মানিব্যাগ খোয়া গেছে। মঞ্চে উপস্থিত বিজেপি নেতারা তৎক্ষণাৎ মাইক্রোফোনে চুরির বিষয়টি ঘোষণা করে পকেটমারদের মানিব্যাগ ফেরত দিতে অনুরোধ জানান। কিন্তু দীর্ঘ প্রতীক্ষার পরেও মিঠুন চক্রবর্তীর পার্স ফিরে আসেনি। পরিস্থিতি এমন হয় যে, মিঠুন চক্রবর্তী দ্রুত সভা শেষ করে মঞ্চ ছেড়ে চলে যেতে বাধ্য হন। এই ঘটনা নির্বাচনী প্রচারের মধ্যেই তৈরি করেছে চাঞ্চল্য। বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে ভবিষ্যতে নির্বাচনী প্রচারে আরও কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *