ভোট দিলেই হাতে আসছে একটা গাছ

নিউজ ডেস্ক ::সকাল ৭টায় শুরু হয়েছে ৬টি কেন্দ্রে উপনির্বাচন। তালডাংরা, সিতাই, নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর ও মাদারিহাটে চলছে ভোট গ্রহণ। কমবেশি সব কেন্দ্রেরগুলো খুবই স্পর্শকাতর। সকলের লক্ষ নৈহাটি। সেখানে ইতিমধ্য কিছু গন্ডগোলের খবর এসেছে। তবে এর মধ্যে আনন্দের খবরও আছে।

ভোট দিলেই মিলছে একটি করে চারা গাছ। বাঁকুড়ার তালডাংরা বিধানসভা কেন্দ্রের ফুলমতি হাইস্কুলের এমন আয়োজন করা হয়েছে। তবে কোনো দলের তরফে নয়, করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। ভোটদানে ভোটারদের অনুপ্রাণিত করার জন্যও এমন উদ্যোগ বলে জানানো হয়েছে।
কমিশনের তরফেই এমন আয়োজন। একদিকে গণতান্ত্রিক অধিকার প্রয়োগে স্থানীয়দের আগ্রহী করে তোলা, আর অন্য দিকে পরিবেশ সচেতনতার বার্তা দিতেই কমিশনের এমন আয়োজন। তালডাংরা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পাঁচমুড়ার অন্যতম ঐতিহ্যবাহী টেরাকোটা শিল্পকে তুলে ধরতে টেরাকোটা দিয়ে সাজানো হয়েছে এই বুথ। কমিশনের এমন আয়োজনে খুশি ভোটাররা। ভোট চলছে শান্তিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *