নিউজ ডেস্ক ::সংস্কার বা কুসংস্কার – যাই বলি না কেন, বিশ্বের সর্বত্র এমন কিছু বিশ্বাস আছে যার পিছনে বিজ্ঞান না থাকলেও আছে গভীর বিশ্বাস। জাপানের মানুষ তেমনই বিশ্বাস করেন যে ‘ডুমসডে ফিশ’ হলো পৃথিবী ধ্বংসের এক ইঙ্গিত। জাপানি ‘ডুমসডে’ শব্দের অর্থ ‘পৃথিবীর শেষ দিন’। অনেকের আবার বিশ্বাস, কিছু কিছু প্রাণীর দেখা মেলার অর্থ হল অন্তিম দিন ঘনিয়ে এসেছে। এবার সেই আতঙ্কই ছড়িয়ে পড়ল, কারণ সমুদ্র থেকে ভেসে এল ‘ডুমসডে ফিশ’। গভীর সমুদ্রের এই মাছের দেখা মেলা ভয়ঙ্কর বিপদের ইঙ্গিত বলেই মনে করা হয়। ২০১১ সালে জাপানে ভয়ঙ্কর ভূমিকম্পের আগেও এই মাছের দেখা মিলেছিল। স্বাভাবিক কারণে জাপানের মানুষ কোনো ভয়ঙ্কর দিনের কথা ভাবছেন।
তাদের বিশ্বাস, এই দিন সব ধ্বংস হয়ে যাবে। যখন পৃথিবীর সব ধ্বংস হয়ে যাবে, তখন এমন সব ভয়ঙ্কর প্রাণীর দেখা মিলবে, যার অস্তিত্ব পৃথিবীর বুকে থাকলেও, কেউ কখনও দেখেননি। সমুদ্রে গভীর অতলে থাকা এই মাছের নাম শুনেই বোঝা যাচ্ছে যে কেন এমন নাম। ডুমস ডে ফিশ সহজে দেখা যায় না। যখন দেখা যায়, তা বিপদের ইঙ্গিত বলেই মনে করেন অনেকে। সম্প্রতিই ক্যালিফোর্নিয়ার গ্রান্ডভিউ সমুদ্র সৈকতেই ভেসে এসেছে ডুমসডে ফিশ। জানা গিয়েছে, এর আগে গত অগস্ট মাসে লা জোল্লা সমুদ্র সৈকতেও ভেসে এসেছিল এই মাছ। তার আয়তন ছিল ৯-১০ ফুট। এই মাছটি সেই তুলনায় একটু ছোট। বিজ্ঞানীরা ওই মাছের নমুনা সংগ্রহ করেছেন এবং আরও গবেষণার জন্য স্পেসিমেনটিকে সংগ্রহ করে রাখা হয়েছে। তাদের ধারণা সমুদ্রের গভীরে বাস্তুতন্ত্রের কোনো পরিবর্তনের কারণে এই মাছের মৃত্যু হতে পারে।
