আইপিএল নিলাম শুরুর সময়েও বিরাট বদল!

নিউজ ডেস্ক ::আইপিএলের মেগা নিলামের আসর বসছে সৌদি আরবের জেদ্দায়। রবি ও সোমবার হবে আইপিএলের নিলাম।

যদিও নিলাম শুরুর সময়সূচিতে বদল আনা হলো। আর সেটা হলো ক্রিকেটীয় কারণেই।

পারথে চলছে ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট। আজ ছিল প্রথম দিনের খেলা। ভারতীয় সময় সকাল ৭টা ৫০ মিনিটে টেস্ট ম্যাচ শুরু হচ্ছে। যদিও আজকের খেলা শেষ হয়েছে বিকেল তিনটেরও কিছু পরে। আইপিএল নিলাম যে ২ দিন হবে, সেটি টেস্টের তৃতীয় ও চতুর্থ দিন।

প্রথম দিনে পড়েছে ১৭ উইকেট। ফলে টেস্ট সাড়ে তিন দিন কিংবা চার দিনেও শেষ হয়ে যেতেই পারে। তবে তা হলেও আইপিএল নিলামের প্রথম দিন নিলাম শুরুর আগে টেস্ট ম্যাচের দিনের খেলা শেষ হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে।

এই পরিস্থিতিতে ক্রিকবাজের প্রতিবেদনে জানা যাচ্ছে, ভারতীয় সময় বিকেল তিনটে নয়, বিকেল সাড়ে তিনটে থেকে শুরু হবে আইপিএলের নিলাম। যা জেদ্দার সময় অনুযায়ী বেলা ১টা। ফলে টেস্ট শেষ হলেই শুরু হয়ে যাবে আইপিএল নিলাম।

বিসিসিআই অবশ্য এই বিষয়টি সরকারিভাবে জানায়নি। সম্প্রচারকারী সংস্থা চ্যানেল ও অ্যাপে ভারতীয় সময় বেলা আড়াইটে থেকেই আইপিএল নিলামের অনুষ্ঠান শুরু করে দেবে। স্টার স্পোর্টসের চ্যানেল ও জিওসিনেমা অ্যাপে সম্প্রচারিত হবে আইপিএল নিলাম।

আগে ঠিক ছিল ভারতীয় সময় বিকেল তিনটে থেকে আইপিএল নিলাম শুরু হবে। তবে ২ দিনই তা আধ ঘণ্টা করে পিছিয়ে দেওয়া হয়েছে। ভারতীয় সময় বিকেল ৫টা অবধি নিলাম চলবে। তারপর ৪৫ মিনিটের লাঞ্চ ব্রেক (সৌদি আরবের সময়ে বেলা আড়াইটে থেকে ৩টে ১৫ অবধি)।

এরপর ভারতীয় সময় বিকেল ৫টা ৪৫ মিনিট থেকে রাত সাড়ে ১০টা অবধি চলবে আইপিএল নিলাম। জেদ্দার স্থানীয় সময় রাত ৮টায় শেষ হবে আইপিএলের মেগা অকশন। প্রথমে বিসিসিআই নিলামের জন্য ৫৭৪ জনের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছিল।

পরে জোফ্রা আর্চার, সৌরভ নেত্রভালকর ও হার্দিক তামোরের নাম যোগ হয়েছে। আর্চারের নাম রয়েছে ৫৭৫ নম্বরে। ১১৭ নম্বর প্লেয়ারের পর থেকে অ্যাক্সিলারেটেড অকশন শুরু হবে। প্রথমে ১০ দলকে বলা হবে পছন্দের প্লেয়ারদের নাম জমা দিতে। প্রথম দিন বিকেলের দিকে। পরবর্তীতে যাঁদের নাম বাদ পড়েছিল বা আনসোল্ড থেকে গিয়েছেন, এমন প্লেয়ারদের নাম জমা নিয়ে আরও এক রাউন্ড অ্যাক্সিলারেটেড অকশন হবে নিলামের শেষ লগ্নে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *