নিউজ ডেস্ক ::জেমস অ্যান্ডারসন কখনও আইপিএলে খেলেননি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর তিনি আইপিএল খেলতে আগ্রহী।
যদিও নিলাম থেকে কোনও দল তাঁকে নেবে, এমনটা বলা যাচ্ছে না। তার কারণ বেস প্রাইস।
অ্যান্ডারসন ২০০৯ সালের পর ইংল্যান্ডের হয়ে টি২০ আন্তর্জাতিক খেলেননি। ২০১৪ সালে শেষবার ল্যাঙ্কাশায়ারের হয়ে ন্যাটওয়েস্ট টি২০ ব্লাস্টে খেলেছিলেন। ইংল্যান্ডের ঘরোয়া টি২০-তে তাঁর ২৪ ম্যাচে ২২ উইকেট আছে। ইংল্যান্ডের হয়ে ১৯ ম্যাচে নিয়েছেন ১৮ উইকেট।
অ্যান্ডারসন কেরিয়ারে ৪৪টি টি২০ ম্যাচ খেলে ৪১ উইকেটের মালিক। আইপিএল নিলামে ৪২ বছরের অ্যান্ডারসন সবচেয়ে বেশি বয়সের ক্রিকেটার। তাঁর নাম রয়েছে নিলামের তালিকায় ৪৭৯ নম্বরে। বেস প্রাইস ১ কোটি ২৫ লক্ষ টাকা।
১১৭ নম্বর প্লেয়ার থেকে শুরু হবে অ্যাক্সিলারেটেড অকশন। একদম শেষে সুযোগ থাকবে আনসোল্ডদের ভাগ্য পরীক্ষার। তবে দুটো বিষয়ই নির্ভর করবে ফ্র্যাঞ্চাইজিগুলির ইচ্ছা ও পরিকল্পনার উপর। অ্যান্ডারসন শেষ লিস্ট এ বা ঘরোয়া ৫০ ওভারের ম্যাচ খেলেছেন ২০১৯ সালে। দ্য হান্ড্রেডেও খেলেন না।
এক আন্তর্জাতিক কোচের বক্তব্য, ৯৯১টি আন্তর্জাতিক উইকেট-সহ প্রতিযোগিতামূলক ক্রিকেটে ১৫২৫ উইকেটের মালিক সচরাচর মিলবে না। তাঁকে বেস প্রাইসে কেউ কিনে নিলে আলাদা করে বোলিং মেন্টরের দরকার পড়বে না।
তবে অ্যান্ডারসনকে নিতে ইতিমধ্যেই অনীহা দেখা যাচ্ছে কয়েকটি দলের। ক্রিকবাজের প্রতিবেদনে উল্লেখ, এক ফ্র্যাঞ্চাইজি কর্তা মনেই করেন না অ্যান্ডারসন টি২০ প্লেয়ার। তাঁর কথায়, এই বয়সে অ্যান্ডারসন আইপিএলের পক্ষে উপযুক্ত নন। তাঁকে কেউ কোচ হিসেবে ভাবতে পারে। কিন্তু সেজন্য অকশন পার্স থেকে ১.২৫ কোটি টাকা খরচ করতে যাবে কেন?
আরেক ফ্র্যাঞ্চাইজি কর্তা খুব বাস্তবসম্মত যুক্তি মেলে ধরেছেন। তাঁর কথায়, যখন অ্যান্ডারসনের নাম আসবে তখন দলগুলির কাছে বেশি অর্থ পড়ে থাকবে না। তারা ৫০ বা ৭৫ লক্ষ টাকায় প্লেয়ার নিয়ে দলে জায়গা ভরাট করতে চাইবে। যদি অ্যান্ডারসন বোলিং মেন্টর হতে চান তাহলে সেজন্য আবেদন করতে পারেন।
উল্লেখ্য, গত জুলাইয়ে শেষবার টেস্ট খেলার পর ইংল্যান্ড দলের সঙ্গে যুক্ত রয়েছেন অ্যান্ডারসন। বোলিং পরামর্শদাতা হিসেবে। নিশ্চিতভাবেই তাঁর অভিজ্ঞতায় যে কোনও দল সমৃদ্ধ হবে।
২০২১ সালের নিলামে চেতেশ্বর পূজারাকে নিয়েছিল চেন্নাই সুপার কিংস। তাদের বক্তব্য ছিল, দেশকে অস্ট্রেলিয়ায় সিরিজ জেতানো প্লেয়ারের আইপিএল নিলামে অবিক্রিত থাকা শোভা পায় না। তেমনই চেন্নাই সুপার কিংস বা তাদের মতো কোনও দল অ্যান্ডারসনকে নিতেই পারে। নাহলে হাই ব্রেস প্রাইসই অ্যান্ডারসনের দল পাওয়ার ক্ষেত্রে বড় বাধা।
