প্রীতি জিন্টার বিশেষ আর্জি আইপিএল নিলামের আগে

নিউজ ডেস্ক ::আইপিএলের মেগা নিলাম কাল শুরু সৌদি আরবের জেদ্দায়। চলবে সোমবার অবধি। ইতিমধ্যেই জেদ্দায় পৌঁছে গিয়েছেন পাঞ্জাব কিংসের অন্যতম কর্ণধার প্রীতি জিন্টা।

নিলামের আগে মাত্র ২ ক্রিকেটার ধরে রেখেছে পাঞ্জাব কিংস। দুজনেই আনক্যাপড। ফলে নিলাম থেকে দল নতুনভাবে সাজিয়ে নিতে হবে নবনিযুক্ত হেড কোচ রিকি পন্টিংকে।

পাঞ্জাব কিংস নিলামে যাবে সবচেয়ে বেশি পরিমাণ অর্থ নিয়ে। ১২০ কোটি টাকার মধ্যে ১১০.৫ কোটি টাকা হাতে রয়েছে তাদের। সেই সঙ্গে রয়েছে চারটি রাইট টু ম্যাচ বিকল্প। ৪ জন ক্যাপড প্লেয়ারকে আরটিএম ব্যবহার করে নেওয়া যাবে।

প্রীতি জিন্টা হোটেলের ব্যালকনি থেকে জেদ্দার ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। সেই সঙ্গে তিনি ফ্যানেদের কাছে অনুরোধ করেছেন, নিলামের আগে তাঁদের পছন্দের ক্রিকেটারদের নাম নিলামের আগে সুপারিশ করতে। যাতে তাঁদের জন্য দল ঝাঁপাতে পারে প্রয়োজনমতো।

পাঞ্জাব কিংসকে নতুন অধিনায়ক বেছে নিতে হবে। মনে করা হচ্ছে, শ্রেয়স আইয়ার বা ঋষভ পন্থের জন্য সর্বশক্তি নিয়ে ঝাঁপাতে পারে পাঞ্জাব কিংস। যদি দুজনের মধ্যে কাউকে নেওয়া না যায় তাহলে স্টিভ স্মিথকেও অধিনায়ক করার কথা ভাবা হবে। তবে শ্রেয়স বা পন্থের মধ্যে কাউকে পাঞ্জাব নিতেই পারে, হাতে বেশি অর্থ থাকায়।

পাঞ্জাব কিংস রাইট টু ম্যাচ যাঁদের জন্য ব্যবহার করতে পারে তাঁদের মধ্যে আছেন- অর্শদীপ সিং, জিতেশ শর্মা, রাহুল চাহার, হর্ষল প্যাটেল. লিয়াম লিভিংস্টোন, স্যাম কারান, কাগিসো রাবাডা ও জনি বেয়ারস্টো। এই ক্রিকেটারদের মধ্যে কয়েকজন পাঞ্জাব কিংস ফেরানোর চেষ্টা করতে পারে।

অর্শদীপকে ধরে রাখতে হলে পাঞ্জাব কিংসকে ১৮ কোটি টাকা খরচ করতে হতো। নিলামে তাঁর দর কেমন চলছে তা দেখে নিয়ে ভারতীয় পেসারের জন্য ঝাঁপাতে পারে পাঞ্জাব। হর্ষল আরসিবিতে থাকাকালীন বেগুনি টুপি জিতেছিলেন সর্বাধিক উইকেটশিকারী হিসেবে।

চলতি বছরের আইপিএলে পাঞ্জাবের হয়ে তিনি ২৪ উইকেট নেন। চাহার ২০২২ সাল থেকে পাঞ্জাবে ছিলেন, নিয়েছেন ৩২টি উইকেট। জিতেশ শর্মাও ফিনিশার হিসেবে কার্যকরী ভূমিকা নিতে পারেন। টি২০ ফরম্যাটে পারদর্শী লিয়াম লিভিংস্টোন, স্যাম কারানদেরও নিতে পারে পাঞ্জাব কিংস।
অস্ট্রেলিয়ার কিছু ক্রিকেটারকেও দেখা যেতে পারে পন্টিংয়ের দলে। ২০২২ থেকে পাঞ্জাব কিংসের বোলিংয়ের অন্যতম অস্ত্র কাগিসো রাবাডাকে ফেরানো হয় কিনা সেটাও দেখার। পন্টিং থাকাকালীন যে ক্রিকেটাররা দিল্লি ক্যাপিটালসে ছিলেন, তাঁদেরও নিজের নতুন দলে নিতে পারেন পান্টার। নিলাম থেকে আশুতোষ শর্মাকেও নিতে পারে পাঞ্জাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *