বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে দরে চমক আইপিএল নিলামে!

নিউজ ডেস্ক ::কেউ অবসর নিয়েছেন। কেউ বা বর্তমানে জাতীয় টি২০ দলে নেই। এমন ক্রিকেটাররাও নাম লিখিয়েছেন আইপিএলে দল পাওয়ার আশা নিয়ে।

৪২ বছরের জেমস অ্যান্ডারসন, ৪১ বছরের জেমি ওভার্টন বা বছর চল্লিশের ফাফ দু প্লেসির নাম রয়েছে আইপিএল নিলামের ৫৭৪ জনের তালিকায়।

টি২০-তে তথাকথিত বুড়োরাও কিন্তু আইপিএল নিলামে বড় দর হাঁকাতে পারেন। তেমন ক্রিকেটারদের তালিকায় প্রথমেই নাম আসবে রবিচন্দ্রন অশ্বিনের। অশ্বিনের বয়স ৩৮, ভারতের টেস্ট দলে আছেন। অশ্বিন আইপিএলে ৫টি দলের হয়ে ২১২টি ম্যাচ খেলেছেন।

চেন্নাই সুপার কিংস, রাইজিং পুণে সুপার জায়ান্টস, কিংস ইলেভেন পাঞ্জাব, দিল্লি ক্যাপিটালসের পর ছিলেন রাজস্থান রয়্য়ালসে। ২০৮টি ইনিংসে হাত ঘুরিয়ে তাঁর আইপিএলে ১৮০টি উইকেট রয়েছে। ৯৪টি আইপিএল ইনিংসে ৮০০ রান করেছেন। ১টি হাফ সেঞ্চুরি-সহ। ২০২২ থেকে ২০২৪ অবধি রাজস্থান রয়্যালসে তাঁর উইকেট-সংখ্যা ছিল যথাক্রমে ১২, ১৪ ও ৯।

৩৮ বছরের ডেভিড ওয়ার্নার আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ, দিল্লি ক্যাপিটালসের মতো দলে খেলেছেন। বর্তমানে পাঞ্জাব কিংসের হেড কোচ রিকি পন্টিংয়ের সঙ্গে তাঁর ভালোই সম্পর্ক। পাঞ্জাব কিংস তাই ওয়ার্নারকে নিতেই পারে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া ওয়ার্নারের ভারতের বিভিন্ন শহরে খেলার অভিজ্ঞতা রয়েছে। তাই তিনিও ভালোই দর পেতে পারেন।

আরসিবি ছেড়ে দিয়েছে অধিনায়ক ফাফ দু প্লেসিকে। তাঁর বয়স এখন ৪০। বিভিন্ন দেশে ফ্র্যাঞ্চাইজি লিগ নিয়মিত খেলেন। ২০২৩ ও ২০২৪ সালে আইপিএলে তাঁর স্ট্রাইক রেট ছিল যথাক্রমে ১৫৩.৬৮ ও ১৬১.৬২। ওপেনিংয়ে ঝড় তুলতে পারেন। নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতাও রয়েছে। ফলে তিনিও এবার চমকপ্রদ দর হাঁকাতে পারেন।

বছর ৩৪-এর মিচেল স্টার্ক অস্ট্রেলিয়ার স্ট্রাইক বোলার। গত নিলামে তাঁর দর উঠেছিল ২৪.৭৫ কোটি টাকা, আইপিএলের ইতিহাসে যা সর্বাধিক। স্টার্ককে কেকেআর ছেড়ে দিয়েছে। নিলাম থেকে তারা বা অন্য কোনও দলও মার্কি প্লেয়ার স্টার্ককে নিতে আগ্রহ দেখাবে বলে মনে করা হচ্ছে। চলতি বছর শুরুতে সুবিধা না করতে পারলেও প্লে-অফ ও ফাইনালে দুরন্ত পারফরম্যান্স উপহার দেন।

আফগানিস্তানের মহম্মদ নবি। বয়স ৩৯। মুম্বই ইন্ডিয়ান্স তাঁকে ছেড়ে দিলেও অন্য দলগুলি নিলাম থেকে তাঁকে দলে নিতেই পারে। বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারদের একজন নবিকে নিয়ে নিলামে দর কষাকষি জমে উঠতেই পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *