নিউজ ডেস্ক ::কূটনৈতিক সম্পর্কের দিক থেকে ভারত ও জাপান আরও অনেকটা কাছাকাছি চলে এসেছে। বুধবার টোকিওতে এই দুই দেশের সভাপতিত্বে শুরু হয় প্রযুক্তির স্থিতিস্থাপক ও বাণিজ্যক আলোচনা। বৈঠকে ভারতের পররাষ্ট্র সচিব, বিক্রম মিসরি এবং জাপানের পররাষ্ট্র বিষয়ক উপমন্ত্রী মাসাতাকা ওকানো সহ প্রধান মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সূত্রের খবর, আলোচনায় অর্থনৈতিক নিরাপত্তা নীতি এবং গুরুত্বপূর্ণ পরিকাঠামোকে শক্তিশালী করতে এবং স্থিতিস্থাপক সরবরাহ চেন তৈরি করতে সহযোগিতার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছেওই আলোচনায়। উভয় পক্ষই শিল্প ও প্রযুক্তিগত সমৃদ্ধি এগিয়ে নিতে ব্যবসা ও একাডেমিক প্রতিষ্ঠানের মধ্যে অংশীদারিত্ব বৃদ্ধির ওপর জোর দিয়েছে। স্বাভাবিক কারণেই এটা দুই দেশের শুধুই অশান্তির্জাতিক সম্পর্ক নয়, বাণিজ্যকেও আরও এগিয়ে নিয়ে যাবে।
শুধুই বাণিজ্য ক্ষেত্রেই নয়, মেধা ও সংস্কৃতির বিকাশ নিয়েও আলোচনা হয় দুই রাষ্ট্রসচিবের। মানবসম্পদ উন্নয়নের গুরুত্ব অনুধাবন করে উভয় দেশই টেকসই সহযোগিতার অঙ্গীকার করেছে। আলোচনাকে “সময়োপযোগী এবং তাৎপর্যপূর্ণ পদক্ষেপ” হিসাবে বর্ণনা করে, দুই দেশ তাদের বিশেষ কৌশলগত এবং বৈদেশিক অংশীদারিত্বকে শক্তিশালী করার জন্য এগিয়ে চলেছে।
