ভারতীয় জ্যোতিষ মনে করে তিন রাশির জাতকেরা খুবই আধ্যাত্মিক চেতনা সম্পন্ন

নিউজ ডেস্ক ::প্রথমেই একটা বিষয় পরিষ্কার করে নেওয়া দরকার, তা হলো ধর্ম ও আধ্যাত্মিকতা কিন্তু এক নয়। ধর্ম কিছুটা বহিরঙ্গের আর অনেকটা আচার সর্বস্ব। তার মধ্যেই ধর্মপ্রাণ মানুষেরা শান্তি খুঁজে পায়। তাই তারা মঠ-মন্দিরে গিয়ে আরাধনা করে, পুজো করে। আর আধ্যাত্মিকতা হলো মনের গভীরে সঞ্চিত ঈশ্বর চেতনা। সেই চেতনার মধ্যে কিন্তু কোনো অনুষ্ঠানিকতা নেই। তারা সব সময় নিজের মনের গভীরে সত্য রূপ ঈশ্বরের সন্ধান করেন। কিছু মানুষ আছে যারা ধার্মিকের থেকে বেশি আধ্যাত্মিক। তাঁরা সকল ধর্মকে সম্মান করে এবং তাঁরা পাপ, পুনর্জন্ম, কর্ম ইত্যাদিতেও বিশ্বাস করে। সর্বশক্তিমান এবং ঈশ্বর, দেবদেবীর গ্রন্থগুলি তাঁদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। জ্যোতিষশাস্ত্র অনুসারে, এই তিনটি রাশির জাতক জাতিকারা নিঃসন্দেহে সবচেয়ে আধ্যাত্মিক।

বৃশ্চিক রাশি – বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কাজ নিয়ে ব্যস্ত থাকতে পারেন, তাঁরা সমস্ত লক্ষ্য পূরণ করার চেষ্টা করেন। তাঁরা তাঁদের জীবনের যত্ন নেন এবং বিশ্বাস করেন যে একটি উচ্চ শক্তি তাঁদের দেখছে। তাঁরা ভালো এবং খারাপ কাজ, পুনর্জন্মে বিশ্বাস করেন। তাঁরা কর্মফলেও খুব বিশ্বাস করেন।আর তাই তারা খারাপ কাজ বা পাপ থেকে দূরে থাকার চেষ্টা করে।

  • ধনু রাশি – ধনু রাশির জাতক জাতিকার একটি দৃঢ় বিশ্বাস রয়েছে যে, মহাবিশ্ব একটি উচ্চ শক্তি দ্বারা নিয়ন্ত্রিত এবং কেউ সেখান থেকে আমাদের পর্যবেক্ষণ করে।তাঁরা অন্বেষণ করতে এবং জীবনের গভীর অর্থ বোঝার চেষ্টা করতে পছন্দ করেন। তাঁরা সকল ঐতিহ্য, বিশ্বাস, পবিত্র আচার-অনুষ্ঠান এবং ধর্মকে সম্মান করেন।
  • মীন রাশি – মীন রাশির জাতক জাতিকারা, রাশি চক্রের সবচেয়ে আধ্যাত্মিক মানুষ। তাঁরা খুব রহস্যময় এবং তাঁরা তাঁদের নিজস্ব কল্পনার জগতে থাকতে ভালোবাসেন।তাঁরা তাঁদের জীবনের পিছনে সেই গভীর অর্থ এবং উদ্দেশ্য খুঁজতে থাকেন। তাঁরা মানুষের সঙ্গে গভীর বন্ধন তৈরিতে বিশ্বাসী। তাঁরা স্বর্গ, নরক এবং উচ্চতর অবস্থানে বিশ্বাস করেন। যদিও তাঁরা এটি স্বীকার করেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *